ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন


1. চাষাভুষার কাব্য কার রচনা
  1.   আহমদ ছফা
  2.   সৈয়দ শামসুল হক
  3.   শামসুর রহমান
  4.   নির্মলেন্দু গুণ
2. কোনটি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ
  1.   তবক জাপান
  2.   চুনিয়া আমার আর্কেডিয়া
  3.   রোদ্রে প্রতিধ্বনি
  4.   বাংলার মাটি বাংলার জল
3. হুলিয়া কবিতা কার রচনা
  1.   নির্মলেন্দু গুণ
  2.   আবুল হাসান
  3.   মহাদেব সাহা
  4.   আবুল হোসেন
4. সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি, রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি"। উদ্ধৃতটি কোন কবির কবিতার অংশ
  1.   হুমায়ুন আজাদ
  2.   রফিক আজাদ
  3.   মহাদেব সাহা
  4.   নির্মলেন্দু গুণ
5. আমার প্রেম আমার প্রতিনিধি কাব্য গ্রন্থটির রচিয়তা কে
  1.   আহমদ রফিক
  2.   আ ন ম বজলুর রশিদ
  3.   ফজল শাহাবুদ্দীন
  4.   আবুল হাসান
6. রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচিয়তা কে
  1.   আবুল হাসান
  2.   আবুল হোসেন
  3.   নির্মলেন্দু গুণ
  4.   শামসুর রহমান
7. এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এই স্মরণীয় পঙক্তি রচনা করেছেন
  1.   হেলাল হাফিজ
  2.   রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
  3.   শামসুর রহমান
  4.   আল মাহমুদ
8. যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থের কবি
  1.   আবুল হাসান
  2.   হুমায়ুন আজাদ
  3.   কামাল চৌধুরী
  4.   হেলাল হাফিজ
9. আমি ভালো আছি তুমি-কাব্যটি কে রচনা করেছেন
  1.   শহীদ কাদরী
  2.   দাউদ হায়দার
  3.   আল মাহমুদ
  4.   শামসুর রহমান
10. জন্মই আমার আজন্ম পাপ" উক্তিটি কার
  1.   দাউদ হায়দার
  2.   শামসুর রহমান
  3.   তসলিমা নাসরিন
  4.   কবির চৌধুরী
11. জন্মই আমার আজন্ম পাপ" ও "নারকীয় ভুবনের কবিতা" গ্রন্থদ্বয় এর রচিয়তা কে
  1.   দাউদ হায়দার
  2.   মহাদেব সাহা
  3.   হুমায়ুন আজাদ
  4.   আহমদ রফিক
12. সত্তরের দশকের একজন কোভিদ নাম
  1.   আবুল হাসান
  2.   রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ
  3.   মোহাম্মদ রফিক
  4.   আবুল কায়সার
13. জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন" - স্বাধীনতাবিরোধী শক্তির পুনরুত্থানের রচিত " বাতাসে লাশের গন্ধ " কবিতার বহুল উচ্চারিত এই পঙ্ক্তির বিক্ষুব্ধ কবির নাম
  1.   মহাদেব সাহা
  2.   শামসুর রাহমান
  3.   রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ
  4.   নির্মলেন্দু গুণ
14. কাব্যমালঞ্চ সংকলন গ্রন্থটি কার দ্বারা সংকলিত
  1.   আব্দুল হাকিম
  2.   আব্দুল কাদির
  3.   জীবনানন্দ দাশ
  4.   জসীমউদ্দীন
15. বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটির রচয়িতা কে
  1.   রফিকুল আজাদ
  2.   হুমায়ুন কবির
  3.   মাযহারুল ইসলাম
  4.   জাহানারা ইমাম
16. জুলেখার মন কাব্যগ্রন্থটির রচয়িতা কে
  1.   মোহাম্মদ মাহফুজ উল্লাহ
  2.   রজনীকান্ত সেন
  3.   জাহানারা আরজু
  4.   সমর সেন
17. উনিশ শতকের "মহিলা" কাব্যের রচয়িতা কে
  1.   সুরেন্দ্রনাথ মজুমদার
  2.   সতেন্দ্রনাথ দত্ত
  3.   রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  4.   বিহারীলাল চক্রবর্তী
18. তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থের কবি কে
  1.   শহীদ কাদরী
  2.   নির্মলেন্দু গুণ
  3.   আল মাহমুদ
  4.   আসাদ চৌধুরী
19. মেঘনার ঢল কবিতা টির লেখক
  1.   হুমায়ুন কবির
  2.   জীবনানন্দ দাশ
  3.   হুমায়ুন কাদির
  4.   হুমায়ুন জহির
20. কে মহাকাব্য রচয়িতা নন
  1.   নবীনচন্দ্র সেন
  2.   কায়কোবাদ
  3.   হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  4.   বিহারীলাল চক্রবর্তী
21. নবীনচন্দ্র সেনের মহাকাব্যের নাম
  1.   রৈবতক
  2.   বৃত্রসংহার
  3.   স্পেন বিজয়
  4.   মহাশ্মশান
22. চারণ কবি কে
  1.   মুকুন্দ দাস
  2.   জসিম উদ্দিন
  3.   প্রমথ চৌধুরী
  4.   মোজাম্মেল হক
23. বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসেবে পরিচিত
  1.   ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2.   ঈশ্বরী পাটনী
  3.   গোবিন্দ্র চন্দ্র দাস
  4.   চন্ডীদাস
24. বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি কে
  1.   যতীন্দ্রনাথ সেনগুপ্ত
  2.   সুকান্ত ভট্টাচার্য
  3.   রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  4.   গোবিন্দ্র চন্দ্র দাস
25. নিচের কোন জন শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত
  1.   জহির রায়হান
  2.   শহীদুল্লা কায়সার
  3.   হাবিবুর রহমান
  4.   মুনীর চৌধুরী
26. দৃষ্টিহীন কার ছদ্মনাম
  1.   মধুসূদন দত্ত
  2.   প্যারীচাঁদ মিত্র
  3.   মধুসূদন মজুমদার
  4.   বিহারীলাল চক্রবর্তী
27. কালকূট কোন লেখক এর ছদ্মনাম
  1.   সমরেশ বসু
  2.   প্রমথ চৌধুরী
  3.   বলাইচাঁদ মুখোপাধ্যায়
  4.   মানিক বন্দ্যোপাধ্যায়
28. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম
  1.   অবধূত
  2.   যাযাবর
  3.   বনফুল
  4.   বীরবল
29. যাযাবর ছদ্মনামের অন্তরালে আত্মগোপন করে আছেন
  1.   সুনীল গঙ্গোপাধ্যায়
  2.   বিনয় মুখোপাধ্যায়
  3.   বলাইচাঁদ মুখোপাধ্যায়
  4.   সৈয়দ মুজতবা আলী
30. যে বইতে যাযাবর বলেছেন , আধুনিক সভ্যতার দিয়েছে বেগ, নিয়েছে আবেগ" তার নাম
  1.   দৃষ্টিপাত
  2.   বৃষ্টিপাত
  3.   জামা পাক
  4.   বৃষ্টিপাত
31. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি
  1.   জরাসন্ধ
  2.   যাযাবর
  3.   বনফুল
  4.   পরশুরাম
32. সুনন্দ" কার ছদ্মনাম ছিল
  1.   বিমল ঘোষ
  2.   নারায়ন গঙ্গোপাধ্যায়
  3.   মোজাম্মেল হক
  4.   রাজ শেখর বসু
33. পরশুরাম কার ছদ্মনাম
  1.   মালাধর বসু
  2.   রাজশেখর বসু
  3.   সমরেশ বসু
  4.   মুকুন্দ দাস
34. অশোক সৈয়দ কার ছদ্মনাম
  1.   আবদুল মান্নান সৈয়দ
  2.   সৈয়দ শামসুল হক
  3.   আবু সৈয়দ আইয়ুব
  4.   সৈয়দ আজিজুল হক
35. বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি
  1.   অগ্নিসাক্ষী
  2.   আরেক ফাল্গুন
  3.   চিলেকোঠার সেপাই
  4.   অনেক সূর্যের আশা
36. ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি
  1.   কবর
  2.   পায়ের আওয়াজ পাওয়া যায়
  3.   ওরা কদম আলী
  4.   জন্ডিস ও বিবিধ বেলুন
37. A search for identity' বইটি কার লেখা
  1.   সিরাজুল ইসলাম চৌধুরী
  2.   মেজর আব্দুল জলিল
  3.   মেজর রফিকুল ইসলাম
  4.   কবির চৌধুরী
38. দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচিয়তা কে
  1.   রফিকুল ইসলাম
  2.   মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
  3.   কর্নেল সিদ্দিকী
  4.   রশীদ করিম
39. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
  1.   একাত্তরের দিনগুলি
  2.   আগুনের পরশমণি
  3.   পায়ের আওয়াজ পাওয়া যায়
  4.   চিলেকোঠার সিপাই
40. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি
  1.   জাহান্নাম হইতে বিদায়
  2.   আর্তনাদ
  3.   শঙ্খনীল কারাগার
  4.   কাঁটাতারে প্রজাপতি
41. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
  1.   কাঁটাতারের প্রজাপতি
  2.   জলাংগী
  3.   শঙ্খনীল কারাগার
  4.   খরাদাহ
42. কোনটি মুক্তিযুদ্ধের উপন্যাস
  1.   নির্জন মেঘ
  2.   ক্ষুধা ও আশা
  3.   দুই সৈনিক
  4.   বীরাঙ্গনা সখিনা
43. নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
  1.   একটি কালো মেয়ের কথা
  2.   চিলেকোঠার সেপাই
  3.   সংশপ্তক
  4.   ক্রীতদাসের হাসি
44. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
  1.   রাইফেল রোটি আওরাত
  2.   কী চাহ শঙ্খচিল
  3.   জন্ম যদি তব বঙ্গে
  4.   একদা এক রাজ্যে
45. রাইফেল রোটি আওরাত কোন ধরনের রচনা
  1.   ছোট গল্প
  2.   উপন্যাস
  3.   নাটক
  4.   প্রবন্ধ
46. রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচিয়তা কে
  1.   শহীদুল্লা কায়সার
  2.   হাসান হাফিজুর রহমান
  3.   আনোয়ার পাশা
  4.   জহির রায়হান
47. হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসের রচিয়তা কে
  1.   সেলিনা হোসেন
  2.   দিলারা জামান
  3.   ইমদাদুল হক মিলন
  4.   সেলিনা পারভীন
48. লক্ষ প্রাণের বিনিময়ে গ্রন্থটির রচিয়তা কে
  1.   সেলিনা বেগম
  2.   রফিকুল ইসলাম
  3.   সৈয়দ শামসুল হক
  4.   হুমায়ূন আহমেদ
49. একাত্তরের বিজয় গাঁথা কার লেখা
  1.   আবদুল গাফ্ফার চৌধুরী
  2.   মেজর রফিকুল ইসলাম
  3.   রাবেয়া খাতুন
  4.   রাজস্থানী মাসকারেনহাস
50. এ গোল্ডেন এজ " উপন্যাসটির রচিয়তা
  1.   সৈয়দ মনজুরুল ইসলাম
  2.   এদের কেউ নন
  3.   তাহমিনা আনাম
  4.   মনিকা আলী
51. মুক্তিযুদ্ধের একটি নাটক
  1.   আমি বিজয় দেখেছি
  2.   কী চাহ শঙ্খচিল
  3.   তরঙ্গভঙ্গ
  4.   একাত্তরের দিনগুলি
Note: কী চাহ শঙ্খচিল মুক্তিযুদ্ধভিত্তিক নাটকটির রচিয়তা মমতাজ উদ্দিন আহমেদ
52. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
  1.   চৌচির
  2.   অভিশপ্ত নগরী
  3.   আমি বীরাঙ্গনা বলছি
  4.   নন্দিত নরকে
Note: আমি বীরাঙ্গনা বলছি ডঃ নীলিমা ইব্রাহীমের মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ
53. আমি বিজয় দেখেছি গ্রন্থের রচিয়তা কে
  1.   মেজর রফিকুল ইসলাম
  2.   মাসুদা ভাট্টি
  3.   বদরুদ্দিন ওমর
  4.   এম আর আখতার মুকুল
54. মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা কোনটি
  1.   এইসব দিনরাত্রি
  2.   সৎ মানুষের খোঁজে
  3.   নুরুলদীনের সারাজীবন
  4.   একাত্তরের দিনগুলি
Note: একাত্তরের দিনগুলি জাহানারা ইমামের মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা
55. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা
  1.   চিলেকোঠার সেপাই
  2.   আগুনের পরশমণি
  3.   একাত্তরের দিনগুলি
  4.   পায়ের আওয়াজ পাওয়া যায়
56. একাত্তরের দিনগুলি কে লিখেছেন
  1.   আলী ইমাম
  2.   হাসান ইমাম
  3.   সুফিয়া কামাল
  4.   জাহানারা ইমাম
57. একাত্তরের চিঠি কোন ধরনের রচনা
  1.   মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন
  2.   মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
  3.   মুক্তিযুদ্ধের বিবরন
  4.   ভিন্নধর্মী ডায়েরি
58. একাত্তরের ঢাকা গ্রন্থটির রচিয়তা কে
  1.   এম আর আখতার মুকুল
  2.   সেলিনা হোসেন
  3.   নাসির উদ্দীন ইউসুফ
  4.   এয়ার মনি
59. গল্প সংকলন "মুক্তিযুদ্ধের গল্প " রচনা করেছেন
  1.   সেলিনা হোসেন
  2.   আবু জাফর শামসুদ্দীন
  3.   রাবেয়া খাতুন
  4.   আনোয়ার পাশা
60. নিচের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত
  1.   স্মৃতির শহর
  2.   আরেক ফাল্গুন
  3.   ফেরারী ডায়েরী
  4.   কর্ণফুলী
Note: ফেরারী ডায়েরী আলাউদ্দিন আল আজাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিকথা । আরেক ফাল্গুন ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস
61. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি
  1.   বাংলার বিদ্রোহী
  2.   মূলধারা
  3.   বিদ্রোহী বাঙালি
  4.   বাঙালির ইতিহাস
62. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়
  1.   একাত্তরের দিনগুলি
  2.   বকুলপুরের স্বাধীনতা
  3.   আমি বীরাঙ্গনা বলছি
  4.   বিরহবিলাপ
Note: বিরহবিলাপ কায়কোবাদের কাব্যগ্রন্থ
63. কোন দুটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়
  1.   একাত্তরের দিনগুলি ও আমি বীরাঙ্গনা বলছি
  2.   একাত্তরের বিজয় গাথা ও নদীবক্ষে
  3.   বকুলপুরের স্বাধীনতা ও হাঙ্গর নদী গ্রেনেড
  4.   যাপিত জীবন ও বিরহ বিলাপ
Note: যাপিত জীবন সেলিনা হোসেন রচিত একটি উপন্যাস, বিরহ বিলাপ কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ
64. নিচের কোন রচনাটি মুক্তিযুদ্ধকেন্দ্রিক নয়
  1.   পায়ের আওয়াজ পাওয়া যায়
  2.   স্বাধীনতা তুমি
  3.   কলিম উদ্দিন সরদার
  4.   শ্যামল ছায়া
65. আমার বন্ধু রাশেদ বইটি লেখক কে
  1.   অনন্ত হীরা
  2.   তানভীর মোকাম্মেল
  3.   সোহেল আরমান
  4.   মুহাম্মদ জাফর ইকবাল
Note: আমার বন্ধু রাশেদ মোহাম্মদ জাফর ইকবাল রচিত মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ উপন্যাস
66. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
  1.   তোমাকে অভিবাদন প্রিয়া
  2.   সোনালি কাবিন
  3.   স্মৃতিস্তম্ভ
  4.   হুলিয়া
Note: স্মৃতিস্তম্ভ আলাউদ্দিন আল আজাদ এর ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা
Share With: