কাজী নজরুল ইসলাম পর্ব 1


1. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি
  1.   ২২ শ্রাবণ
  2.   ২৫ বৈশাখ
  3.   ১১ জ্যৈষ্ঠ
  4.   ১২ ভাদ্র
Note: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ,১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন
2. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে
  1.   ১৩০৬
  2.   ১৩০৯
  3.   ১৩১১
  4.   ১৩০৮
Note: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ,১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন
3. কাজী নজরুল ইসলামের জন্ম সন
  1.   ১৮৬১
  2.   ১৮৭৬
  3.   ১৮৮৬
  4.   ১৮৯৯
Note: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ,১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন
4. কাজী নজরুল ইসলামের জন্মস্থান
  1.   কুমিল্লা
  2.   চট্টগ্রাম
  3.   বর্ধমান
  4.   ত্রিশাল
Note: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ,১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন
5. বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন সালের কত তারিখে পরলোকগমন করেন
  1.   ১৯৭৬ সালের ২১ ফেব্রুয়ারি
  2.   ১৯৭২ সালের ১৪ আগস্ট
  3.   ১৯৭৬ সালের ২৯ আগস্ট
  4.   ১৯৭৪ সালের ০২ জানুয়ারী
Note: ২৯ আগস্ট ১৯৭৬ সালে(১২ ভাদ্র, ১৩৮৩ বঙ্গাব্দ) কাজী নজরুল ইসলাম ঢকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাহী মসজিদ প্রাঙ্গণে তার মাজার অবস্থিত
6. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরলোকগমনের বাংলা সন কোনটি
  1.   ১৩৮৪ বঙ্গাব্দ
  2.   ১৩৮৩ বঙ্গাব্দ
  3.   ১৩৮২ বঙ্গাব্দ
  4.   ১৩৮১ বঙ্গাব্দ
Note: ২৯ আগস্ট ১৯৭৬ সালে(১২ ভাদ্র, ১৩৮৩ বঙ্গাব্দ) কাজী নজরুল ইসলাম ঢকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাহী মসজিদ প্রাঙ্গণে তার মাজার অবস্থিত
7. কাজী নজরুল ইসলাম এর জীবনকাল কোনটি
  1.   ১৮৫৬-১৯৩৭ খ্রি
  2.   ১৮৯৯-১৯৭৬ খ্রি
  3.   ১৮৬১-১৯৪১ খ্রি
  4.   ১৮২৪-১৮৭৩ খ্রি.
8. কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত
  1.   মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
  2.   বনানীতে
  3.   ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
  4.   আজিমপুর কবরস্থানে
Note: ২৯ আগস্ট ১৯৭৬ সালে(১২ ভাদ্র, ১৩৮৩ বঙ্গাব্দ) কাজী নজরুল ইসলাম ঢকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাহী মসজিদ প্রাঙ্গণে তার মাজার অবস্থিত
9. কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেললেন
  1.   চল্লিশ
  2.   সত্তর
  3.   পঞ্চাশ
  4.   ষাট
10. কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন
  1.   ১৯৬২ সালে
  2.   ১৯৭৪ সালে
  3.   ১৯২৬ সালে
  4.   ১৯৭৬ সালে
Note: কাজী নজরুল ইসলাম ১৯২৬ সালের জুন মাসের শেষ সপ্তাহে প্রথম ঢাকায় আসেন
11. কাজী নজরুল ইসলাম ১৯২৬ সালের কোন মাসে ঢাকায় আসেন
  1.   এপ্রিল
  2.   জুন
  3.   জানুয়ারি
  4.   মার্চ
Note: কাজী নজরুল ইসলাম ১৯২৬ সালের জুন মাসের শেষ সপ্তাহে প্রথম ঢাকায় আসেন
12. কোন তারিখে ভারত সরকারের অনুমতি ক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন
  1.   ১৯৭২ সালের ১৪ মে
  2.   ১৯৭৪ সালের ১২ মে
  3.   ১৯৭৪ সালের ২২ মে
  4.   ১৯৭২ সালের ২৪ মে
13. কবি নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় কোন সালে
  1.   ১৯৭৪
  2.   ১৯৭৬
  3.   ১৯৭৩
  4.   ১৯৭৫
Note: ১৯৭৬ সালে জানুয়ারি মাসে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন
14. কাজী নজরুল ইসলাম কোন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট উপাধি লাভ করেন
  1.   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  2.   বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
  3.   ঢাকা বিশ্ববিদ্যালয়
  4.   কলকাতা বিশ্ববিদ্যালয়
15. কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্মোক্ত জাতীয় পদক প্রদান করা হয়
  1.   কোনোটিই নয়
  2.   পদ্মশ্রী
  3.   পদ্মবিভূষণ
  4.   পদ্মভূষণ
Note: ১৯৬০ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ পদক প্রদান করে। ১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী উপাধি প্রদান করে
16. ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে
  1.   ১৯৭৫ সালে
  2.   ১৯৭৩ সালে
  3.   ১৯৭৬ সালে
  4.   ১৯৭৪ সালে
Note: ১৯৭৪ সালে ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ১৯৭৬ সালে সাহিত্যে তিনি একুশে পদক লাভ করেন।
17. কোথায় কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে
  1.   লেটোর দলে
  2.   সেনাবাহিনীতে
  3.   হোটেলে
  4.   রুটির দোকানে
18. ধূমকেতু কোন কবির ছদ্মনাম
  1.   কাজী নজরুল ইসলাম
  2.   প্রমথ চৌধুরী
  3.   জসিম উদ্দিন
  4.   জীবনানন্দ দাশ
19. বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে
  1.   সুকান্ত ভট্টাচার্য
  2.   কাজী নজরুল ইসলাম
  3.   শামসুর রাহমান
  4.   জীবনানন্দ দাশ
20. সৈনিক কবি কে
  1.   আল মাহমুদ
  2.   কাজী নজরুল ইসলাম
  3.   সৈয়দ আলী আহসান
  4.   মাইকেল মধুসূদন দত্ত
21. কল্লোল যুগের কবি কে ছিলেন
  1.   কাজী নজরুল ইসলাম
  2.   সুকান্ত ভট্টাচার্য
  3.   জীবনানন্দ দাশ
  4.   শামসুর রহমান
22. কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার লিখতেন
  1.   আনন্দবাজার
  2.   সংবাদ
  3.   আজাদ
  4.   ধুমকেতু
23. বাংলাদেশের জাতীয় কবি কে
  1.   কাজী নজরুল ইসলাম
  2.   জসীমউদ্দীন
  3.   শামসুর রহমান
  4.   বেনজীর আহমেদ
Note: ১৯৭৪ সালে এক সংবর্ধনায় কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়
24. কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সনে
  1.   ১৯৭২
  2.   ১৯৭৬
  3.   ১৯৭৪
  4.   ১৯৭১
Note: ১৯৭৪ সালে এক সংবর্ধনায় কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়
25. কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্যে একুশে পদক পান
  1.   ১৯৭৪
  2.   ১৯৭৬
  3.   ১৯৭৮
  4.   ১৯৭৭
Note: ১৯৭৪ সালে ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ১৯৭৬ সালে সাহিত্যে তিনি একুশে পদক লাভ করেন।
26. বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত ও
  1.   শান্তি ডাঙ্গা
  2.   দরিরামপুর
  3.   কালিগঞ্জ
  4.   চুরুলিয়া
Note: কাজী নজরুল ইসলাম ১৯১৪ সালে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন
27. কোন কোভিদ স্মৃতি বিজড়িত ত্রিশাল থানা টি
  1.   কায়কোবাদ
  2.   রবীন্দ্রনাথ ঠাকুর
  3.   কাজী নজরুল ইসলাম
  4.   চন্দ্রাবতী
Note: কাজী নজরুল ইসলাম ১৯১৪ সালে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন
28. কাজী নজরুল ইসলামের পিতা ছিলেন
  1.   দরিদ্র কৃষক
  2.   মাজারের খাদেম
  3.   রুটির দোকান দার
  4.   যাত্রা দলের ম্যানেজার
29. দুখু মিয়া কার ডাক নাম
  1.   কায়কোবাদ
  2.   কাজী নজরুল ইসলাম
  3.   জসিম উদ্দিন
  4.   জীবনানন্দ দাশ
30. কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়
  1.   যুক্তরাজ্য
  2.   ভারত
  3.   কানাডা
  4.   যুক্তরাষ্ট্র
Note: কাজী নজরুল ইসলামকে নিয়ে কানাডায় চলচ্চিত্র নির্মাণ করা হয়। চলচ্চিত্রটির নাম ছিল "নজরুল" এবং পরিচালক ছিলেন ফিলিপ স্পারেল
31. কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম নির্দেশ করুন
  1.   গোরা
  2.   গ্রহের ফের
  3.   ধ্রুব
  4.   পাতালপুরী
Note: নজরুল অভিনীত চলচ্চিত্র ধ্রুব। নজরুল পরিচালিত চলচ্চিত্র ধূপছায়া
32. কবে, কোথায় প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়
  1.   ১২ জুন, ২০০৫, ঢাকা
  2.   ১৫ জুন, ২০০৫, কলকাতা
  3.   ৮ জুন ২০০৫, ঢাকা
  4.   ১১ জুন, ২০০৫, কলকাতা
33. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ
  1.   বিদ্রোহী
  2.   রুবাইয়াৎ-ই-হাফিজ
  3.   বিষের বাঁশি
  4.   অগ্নিবীণা
34. কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয়
  1.   ১৯২২ সালে
  2.   ১৯২১ সালে
  3.   ১৯২৩ সালে
  4.   ১৯২০ সালে
35. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গ্রন্থখানি নাম চিহ্নিত করুন
  1.   অগ্নিবীণা
  2.   সাঁঝের বেলা
  3.   মায়া কাজল
  4.   ছায়ানীড়
36. অগ্নিবীণা কে রচনা করেন
  1.   শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2.   মোহিত লাল মজুমদার
  3.   কাজী নজরুল ইসলাম
  4.   রবীন্দ্রনাথ ঠাকুর
37. কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্য কাকে উৎসর্গ করেন
  1.   সুভাষচন্দ্র বসু
  2.   রবীন্দ্রনাথ ঠাকুর
  3.   রবীন্দ্র কুমার ঘোষ
  4.   চিত্তরঞ্জন দাস
38. অগ্নিবীণা কাব্যের কবিতার সংখ্যা
  1.   ১২
  2.   ১৭
  3.   ১৪
  4.   ১৯
39. অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা
  1.   প্রলয়োল্লাস
  2.   ধুমকেতু
  3.   অগ্রপথিক
  4.   বিদ্রোহী
40. কোন কবিতাটি অগ্নিবীণা কাব্যের নয়
  1.   রণভেরী
  2.   প্রলয়োল্লাস
  3.   যৌবনের গান
  4.   ধুমকেতু
41. নজরুলের বিখ্যাত কবিতা কোনটি
  1.   অগ্নিবীণা
  2.   ধুমকেতু
  3.   জীবন বন্দনা
  4.   বিদ্রোহী
42. কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন সালে প্রকাশিত হয়
  1.   ১৯২২
  2.   ১৯২১
  3.   ১৯২৪
  4.   ১৯২৬
43. নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়
  1.   মাসিক মুসলিম ভারতে
  2.   দৈনিক নবযুগ
  3.   দৈনিক সুলতান
  4.   সাপ্তাহিক বিজলীতে
44. বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত
  1.   দোলনচাঁপা
  2.   বিষের বাঁশি
  3.   অগ্নিবীণা
  4.   বাঁধনহারা
45. সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ
  1.   সাম্যবাদী
  2.   জিনজিরা
  3.   সর্বহারা
  4.   প্রলয় শিখা
46. কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি
  1.   হেমন্ত গোধূলি
  2.   বেলা শেষের গান
  3.   পুবের হাওয়া
  4.   নিশান্তিকা
47. কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য
  1.   সিন্ধু হিন্দোল
  2.   ভাঙ্গার গান
  3.   অগ্নিবীণা
  4.   বিষের বাঁশি
48. নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্য
  1.   দিবারাত্রির কাব্য
  2.   বাংলার কাব্য
  3.   শেষের কবিতা
  4.   দোলনচাঁপা
Note: শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রেমের উপন্যাস
49. কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি
  1.   গানের মালা
  2.   ফনিমনসা
  3.   দোলন চাঁপা
  4.   বনগীতি
50. কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য নিচের কোনটি
  1.   দোলনচাঁপা
  2.   ফনিমনসা
  3.   বনগীতি
  4.   গানের মালা
51. কোনটি নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
  1.   বিষের বাঁশি
  2.   রূপসী বাংলা
  3.   সন্দ্বীপের চর
  4.   বন্দীর বন্দনা
52. কোন বইটি কাজী নজরুল ইসলাম রচিত
  1.   দোলনচাঁপা
  2.   সোনার তরী
  3.   শেষের কবিতা
  4.   মানসী
Share With: