Note: রম্য রচনা আর লেখক হিসেবে সুপরিচিত সৈয়দ মুজতবা আলী সিলেট জেলার করিমগঞ্জ এ জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলামের পর বাংলা সাহিত্যে তিনি সবচেয়ে বেশি আরবি ফারসি শব্দ ব্যবহার করেন।
2. কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফারসি শব্দ ব্যবহার করেন
আহসান হাবীব
আবু সাঈদ আইয়ুব
সৈয়দ মুজতবা আলী
জসীমউদ্দীন
Note: রম্য রচনা আর লেখক হিসেবে সুপরিচিত সৈয়দ মুজতবা আলী সিলেট জেলার করিমগঞ্জ এ জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলামের পর বাংলা সাহিত্যে তিনি সবচেয়ে বেশি আরবি ফারসি শব্দ ব্যবহার করেন।
3. কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর
মোমেনের জবানবন্দি
চাচা কাহিনী
লালসালু
সংশপ্তক
Note: চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, পঞ্চতন্ত্র প্রভৃতি সৈয়দ মুজতবা আলীর রম্য গল্প। সংশপ্তক শহীদুল্লাহ কায়সার এর উপন্যাস, লালসালু উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ। মোমেনের জবানবন্দী (১৯৪৬) - মাহবুব উল আলম এর আত্মজীবনীমূলক গ্রন্থ, এতে সমাজ ও বাস্তবজীবনের নিখুঁত চিত্র প্রকাশ পায়। উপন্যাসটি ইংরেজি ও উর্দু ভাষায় অনূদিত হয়। ইংরেজিতে অনুবাদ করেন অন্নদাশঙ্কর রায়ের স্ত্রী শ্রীমতি লীলা রায়। এই বইটি তৎকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতালিকায়ও অন্তর্ভূক্ত হয়।
4. চাচা কাহিনীর লেখক কে
সৈয়দ শামসুল হক
শওকত ওসমান
আবুল মনসুর আহমদ
সৈয়দ মুজতবা আলী
5. দেশি-বিদেশি বইটির লেখক কে
সৈয়দ শামসুল হক
কবি আবদুল কাদের
সৈয়দ মুজতবা আলী
মুনীর চৌধুরী
Note: জলে-ডাঙায়, দেশে-বিদেশে সৈয়দ মুজতবা আলীর ভ্রমণ কাহিনী। দেশে বিদেশে গ্রন্থটিতে কাবুল শহর এর কাহিনী প্রধান্য পেয়েছে। গ্রন্থটির উপসংহারে লেখা আছে- বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ী ময়লা। কিন্তু আমার মনে হয় চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের পাগড়ী আর শুভ্রতর আব্দুর রহমানের হৃদয়।
6. সৈয়দ মুজতবা আলীর দেশে-বিদেশে বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে
কাবুল
দিল্লি
লাহোর
তেহেরান
Note: দেশে-বিদেশে সৈয়দ মুজতবা আলীর ভ্রমণ কাহিনী। দেশে বিদেশে গ্রন্থটিতে কাবুল শহর এর কাহিনী প্রাধান্য পেয়েছে। গ্রন্থটির উপসংহারে লেখা আছে- বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ী ময়লা। কিন্তু আমার মনে হয় চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের পাগড়ী আর শুভ্রতর আব্দুর রহমানের হৃদয়।
7. সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থটি একাধারে ভ্রমণ-কাহিনী ও শিশু কিশোর উপন্যাস
পঞ্চতন্ত্র
জলে ডাঙায়
শবনম
ময়ূরকণ্ঠী
Note: চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, পঞ্চতন্ত্র সৈয়দ মুজতবা আলীর রম্য গল্প এবং শবনম, অবিশ্বাস তার উপন্যাস।
8. পঞ্চতন্ত্র গ্রন্থের লেখক কে
সৈয়দ ওয়ালীউল্লাহ
সৈয়দ আলী আহসান
সৈয়দ আশরাফ আলী
সৈয়দ মুজতবা আলী
9. নিচের কোনটি রম্য রচনা
পঞ্চতন্ত্র
সাত সমুদ্র
ধীরে বহে নীল
চোখের বালি
10. সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি
চোখের বালি
কালান্তর
পঞ্চতন্ত্র
সাত সমুদ্র
11. পাদটীকা গল্পটি কে লিখেছেন
শওকত ওসমান
আনোয়ার পাশা
সৈয়দ মুজতবা আলী
হুমায়ুন আহমদ
Note: পাদটীকা, রসগোল্লা, তীর্থহীনা সৈয়দ মুজতবা আলীর ছোট গল্প।
12. কোনটি সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ
বরফ গলা নদী
চাচা কাহিনী
কবি
খেলারাম খেলে যা
Note: চাচা কাহিনীর রচয়িতা সৈয়দ মুজতবা আলী। বরফ গলা নদী এর রচয়িতা জহির রায়হান, খেলারাম খেলে যা সৈয়দ শামসুল হকের উপন্যাস , কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস।
13. টুনি মেম কোন ধরনের রচনা
রম্য রচনা
ভ্রমণ কাহিনী
কাব্য
উপন্যাস
Note: সৈয়দ মুজতবা আলীর টুনিমেম শিশুতোষ রম্য রচনা
14. কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলী রচনা নয়
পথে প্রবাসে
টুনি মেম
তীর্থহীনা
অবিশ্বাস্য
Note: পথে প্রবাসে অন্নদাশঙ্কর রায়ের ভ্রমণ কাহিনী।
15. নিচের কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলী রচনা
বিলাতের পত্র
পথে প্রবাসে
অবিশ্বাস্য
ইয়োরোপ
Note: অবিশ্বাস্য, শবনম সৈয়দ মুজতবা আলীর উপন্যাস।
16. শবনম উপন্যাস কার লেখা
সৈয়দ মুজতবা আলী
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
Note: অবিশ্বাস্য, শবনম সৈয়দ মুজতবা আলীর উপন্যাস।
17. কোনটি উপন্যাস
নীললোহিত
শবনম
মুসাফির
নাম রেখেছি কোমল গান্ধার
Note: অবিশ্বাস্য, শবনম সৈয়দ মুজতবা আলীর উপন্যাস।
18. বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ী ময়লা। কিন্তু আমার মনে হয় চতুর্দিকের বড় পেরেছে শুভ্রতর আব্দুর রহমানের পাগড়ী আর শুভ্রতর আব্দুর রহমানের হৃদয়। কোন গ্রন্থের উপসংহার
মুসাফির
জলে ডাঙায়
দেশে বিদেশে
শবনম
Note: জলে-ডাঙায়, দেশে-বিদেশে সৈয়দ মুজতবা আলীর ভ্রমণ কাহিনী। দেশে বিদেশে গ্রন্থটিতে কাবুল শহর এর কাহিনী প্রধান্য পেয়েছে। গ্রন্থটির উপসংহারে লেখা আছে- বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ী ময়লা। কিন্তু আমার মনে হয় চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের পাগড়ী আর শুভ্রতর আব্দুর রহমানের হৃদয়।
19. বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত
ত্রিশ দশকের
60 দশকের
পঞ্চাশ দশকের
চল্লিশ দশকের
Note: বুদ্ধদেব বসু ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন । তিনি ত্রিশের দশকের কবি হিসেবে খ্যাত ছিলেন।
Note: তিথিডোর, নির্জন স্বাক্ষর, জঙ্গম, সানন্দা প্রভৃতি বুদ্ধদেব বসুর উপন্যাস।
22. বন্দীর বন্দনা কার লেখা
বুদ্ধদেব বসু
বিষ্ণু দে
বিহারীলাল চক্রবর্তী
জসিম উদ্দিন
Note: বন্দীর বন্দনা, কঙ্কাবতী, যে আঁধার আলোর অধিক, স্বাগত বিদায় বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থ। তপস্বী ও তরঙ্গিনী, কলকাতার ইলেক্ট্রা ও সত্যসন্ধ বুদ্ধদেব বসুর কাব্যনাট্য।
23. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকা অবস্থায় বুদ্ধদেব বসুর যে পত্রিকা সম্পাদনা করতেন তার নাম
অমলিন
বাসন্তিকা
সমকাল
শতদল
Note: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকা অবস্থায় বুদ্ধদেব বসু বাসন্তিকা পত্রিকা সম্পাদনা করেন। প্রগতি ও কবিতা পত্রিকা তিনি সম্পাদনা করেন। রবীন্দ্রনাথের পর বুদ্ধদেব বসুকে সব্যসাচী লেখক বলা হয়।
24. বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি
খালেদা এদিব চৌধুরী
কামিনী রায়
নীলিমা ইব্রাহিম
বেগম সুফিয়া কামাল
Note: বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি সুফিয়া কামাল বরিশাল জেলার শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল বারী। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত কবি, লেখিকা, সমাজসেবক , নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। তাকে জননী সাহসিকা বলা হয়। তিনি ছিলেন রবীন্দ্র কাব্য ধারার একজন অন্যতম গীতিকবি। ১৯৭৬ সালে বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে একুশে পদক লাভ করেন।
25. বাংলাদেশের জনগণের কাছে জননী সাহসিকা অভিধায় অভিসিক্ত
সাহিত্যিক ও সমাজকর্মী বেগম রোকেয়া
শহীদ জননী জাহানারা ইমাম
কবি বেগম সুফিয়া কামাল
ডঃ নীলিমা ইব্রাহিম
Note: বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি সুফিয়া কামাল বরিশাল জেলার শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল বারী। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত কবি, লেখিকা, সমাজসেবক , নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। তাকে জননী সাহসিকা বলা হয়। তিনি ছিলেন রবীন্দ্র কাব্য ধারার একজন অন্যতম গীতিকবি। ১৯৭৬ সালে বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে একুশে পদক লাভ করেন।
26. বেগম সুফিয়া কামাল সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক
একজন কবি ও গৃহিণী
শিশুতোষ গ্রন্থ লেখক ও সমাজসেবক
একজন কবি ও সমাজসেবক
একজন কবি ও রাজনীতিবিদ
Note: বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি সুফিয়া কামাল বরিশাল জেলার শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল বারী। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত কবি, লেখিকা, সমাজসেবক , নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। তাকে জননী সাহসিকা বলা হয়। তিনি ছিলেন রবীন্দ্র কাব্য ধারার একজন অন্যতম গীতিকবি। ১৯৭৬ সালে বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে একুশে পদক লাভ করেন।
27. বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি
মহাকবি
ছন্দের কবি
গীতিকবি
পল্লীকবি
Note: বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি সুফিয়া কামাল বরিশাল জেলার শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল বারী। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত কবি, লেখিকা, সমাজসেবক , নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। তাকে জননী সাহসিকা বলা হয়। তিনি ছিলেন রবীন্দ্র কাব্য ধারার একজন অন্যতম গীতিকবি। ১৯৭৬ সালে বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে একুশে পদক লাভ করেন।
28. বেগম সুফিয়া কামালের কবিতা
কবর
নিমন্ত্রণ
বনলতা সেন
তাহারেই পড়ে মনে
Note: সুফিয়া কামাল এর সাঁঝের মায়া কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা তাহারেই পড়ে মনে। নিমন্ত্রণ, কবর জসিম উদ্দিনের কবিতা। বনলতা সেন এর রচয়িতা জীবনানন্দ দাশের।
29. কবি সুফিয়া কামালের কাব্য গ্রন্থ কোনটি
সূর্য প্রণাম
রাখাল ছেলে
মায়া কাজল
সুলতানার স্বপ্ন
Note: সাঁঝের মায়া প্রথম কাব্যগ্রন্থ (উল্লেখযোগ্য কবিতা-তাহারেই পড়ে মনে), উদাত্ত পৃথিবী (উল্লেখযোগ্য কবিতা-জাগো তবে অরণ্য কন্যারা), অভিযাত্রিক, মায়া কাজল প্রভৃতি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ। রাখাল ছেলে জসীমউদ্দীনের কবিতা। সুলতানার স্বপ্ন রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস।
31. হে কবি নীরব কেন-ফাল্গুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি হবে নাকি তব বন্দনায়?"- উদ্ধৃতাংশ টি কোন কবির রচনা
শামসুর রহমান
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
বেগম সুফিয়া কামাল
32. ঘুম হতে জেগে বৈশাখী ঝড়ে কুড়ায়েছি ঝড়া আম।- এই লাইনটির লেখক বা কবি কে
বেগম সুফিয়া কামাল
সুফিয়া আহমেদ
আহসান হাবীব
সানাউল হক
Note: ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে কুড়ায়েছি ঝড়া আম(পল্লী জননী)
33. কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী-/গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে!- পঙক্তিটির রচয়িতা কে
রবীন্দ্রনাথ ঠাকুর
কালিদাস
কবি সুফিয়া কামাল
সতেন্দ্রনাথ দত্ত
34. জন্মেছি মাগো তোমার কোলেতে/মরি যেন এই দেশে। - কবিতার রচয়িতা কে
কাজী নজরুল ইসলাম
সুফিয়া কামাল
জসীমউদ্দীন
জীবনানন্দ দাশ
35. সোভিয়েতে দিনগুলি ভ্রমণকাহিনী রচয়িতা কে
সুফিয়া কামাল
আহসান হাবীব
বিষ্ণু দে
কাজী নজরুল ইসলাম
Note: সুফিয়া কামালের ভ্রমণ কাহিনী সোভিয়েতে দিনগুলি
36. বেগম সুফিয়া কামালের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি
অভিযাত্রিক
নওল কিশোরের দরবারে
একালে আমাদের কাল
ইতল বিতল
Note: সুফিয়া কামালের আত্মজীবনীমূলক গ্রন্থ একালে আমাদের কাল। ইতল বিতল, নওল কিশোরের দরবারে শিশুতোষ গ্রন্থ। অভিযাত্রিক কাব্যগ্রন্থ।
37. কবি আহসান হাবীবের কবিতার বৈশিষ্ট্য কি
প্রকৃতি প্রেম
গভীর জীবনবোধ ও আত্মমগ্নতা
বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ
আত্মমগ্নতা ও প্রকৃতি প্রেম
38. আহসান হাবীবের কোন কবিতাগুলো পাঠককে সহজে আকৃষ্ট করে
সামাজিক কবিতা
স্নিগ্ধ সুন্দর কবিতা
কৌতুক মিশ্রিত কবিতা
ব্যঙ্গাত্মক কবিতা
Note: আহসান হাবীব ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তার কবিতার বিষয়বস্তু ছিল বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ। কোভিদ ব্যঙ্গাত্মক কবিতা গুলো পাঠককে সহজে আকৃষ্ট করে। তিনি পঞ্চাশের দশকের অন্যতম প্রধান আধুনিক কবি হিসেবে পরিগণিত।
39. রাত্রি শেষে কি ধরনের রচনা
নাটক
উপন্যাস
কাব্য
ছোট গল্প
Note: রাত্রিশেষ, ছায়াহরিণ, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো , সারা দুপুর, দু'হাতে দুই আদিম পাথর , প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ প্রভৃতি আহসান হাবীবের কাব্যগ্রন্থ।
40. মেঘ বলে চৈত্রে যাবো কাব্য গ্রন্থটির লেখক কে
শামসুর রহমান
মহাদেব সাহা
আহসান হাবীব
খালেদা এদিব চৌধুরী
Note: রাত্রিশেষ, ছায়াহরিণ, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো , সারা দুপুর, দু'হাতে দুই আদিম পাথর , প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ প্রভৃতি আহসান হাবীবের কাব্যগ্রন্থ।
41. ছায়াহরিণ কাব্যগ্রন্থটির রচয়িতা কে
ফররুখ আহমদ
সুকান্ত ভট্টাচার্য
আহসান হাবীব
শামসুর রহমান
Note: রাত্রিশেষ, ছায়াহরিণ, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো , সারা দুপুর, দু'হাতে দুই আদিম পাথর , প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ প্রভৃতি আহসান হাবীবের কাব্যগ্রন্থ।
42. সারাদুপুর কাব্যটির রচয়িতা কে
ফররুখ আহমদ
আহাসান হাবিব
সুকান্ত ভট্টাচার্য
শামসুর রহমান
Note: রাত্রিশেষ, ছায়াহরিণ, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো , সারা দুপুর, দু'হাতে দুই আদিম পাথর , প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ প্রভৃতি আহসান হাবীবের কাব্যগ্রন্থ।
43. আহসান হাবীবের কাব্যগ্রন্থ কোনটি
সারা দুপুর
আশায় বসতি
সবগুলো
ছায়াহরিণ
Note: রাত্রিশেষ, ছায়াহরিণ, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো , সারা দুপুর, দু'হাতে দুই আদিম পাথর , প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ প্রভৃতি আহসান হাবীবের কাব্যগ্রন্থ।
44. পাহাড় সমান ঢেউয়ের বুকে নৌকা আমার ভাসে, মেঘ মুকুলের পাহাড় থেকে ঝড়ের ঝাপটা আসে। এই কবিতাংশটুকু কার রচনা
Note: শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। কায়কোবাদের প্রকৃত নাম কাজেম আল কোরেশি।
48. শওকত ওসমানের রচনা কোনটি
শেষ রজনী চাঁদ
চৌচির
উত্তম পুরুষ
জননী
Note: জননী শওকত ওসমানের প্রথম প্রকাশিত গ্রন্থ। উত্তম পুরুষ উপন্যাসটির রশীদ করিম । শেষ রজনীর চাঁদ এর রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী। চৌচির উপন্যাসের রচয়িতা আবুল ফজল।
49. জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটির লেখক কে
আবুল ফজল
শওকত ওসমান
আহসান হাবীব
আবু রুশদ
Note: মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জলাংগী, শওকত ওসমানের রচনা।
50. কোনটি শওকত ওসমান রচিত
সত্য মিথ্যা
ক্রীতদাসের হাসি
পদ্মা মেঘনা যমুনা
চৌচির
Note: ক্রীতদাসের হাসি শওকত ওসমানের একটি প্রতীকাশ্রয়ী উপন্যাস। উপন্যাসটির জন্য ১৯৬৬ সালে তিনি আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। চৌচির উপন্যাসের রচয়িতা আবুল ফজল। সত্য মিথ্যা ভাবানুবাদ উপন্যাসের রচয়িতা আবুল মনসুর আহমদ। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসের রচয়িতা আবু জাফর শামসুদ্দীন।
51. ক্রীতদাসের হাসি উপন্যাসের রচয়িতা
সত্যেন সেন
আবু জাফর শামসুদ্দীন
আবুল ফজল
শওকত ওসমান
Note: ক্রীতদাসের হাসি শওকত ওসমানের একটি প্রতীকাশ্রয়ী উপন্যাস। উপন্যাসটির জন্য ১৯৬৬ সালে তিনি আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন।
52. ক্রীতদাসের হাসি শওকত ওসমান রচিত একটি
নাটক
ছোট গল্প
উপন্যাস
প্রবন্ধ
Note: জননী, ক্রীতদাসের হাসি, বনি আদম, রাজা উপাখ্যান, চৌরসন্ধি, পতঙ্গ পিঞ্জর প্রভৃতি শওকত ওসমানের উপন্যাস।
53. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন
বনি আদম
চৌরসন্ধি
ক্রীতদাসের হাসি
জননী
Note: ক্রীতদাসের হাসি শওকত ওসমানের একটি প্রতীকাশ্রয়ী উপন্যাস। উপন্যাসটির জন্য ১৯৬৬ সালে তিনি আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন।
54. জাহাকুল আবদ শব্দের অর্থ কি
গোলামের হাসি
বন্দীর হাসি
প্রেমিকার হাসি
সন্তানের হাসি
55. কাঁকর মণি নাটকটি কে লিখেছেন
সিকান্দার আবু জাফর
শওকত ওসমান
ডঃ নীলিমা ইব্রাহিম
আনিস চৌধুরী
Note: আমলার মামলা, কাঁকর মণি, লস্কর ও লস্কর, বাগদাদের কবি প্রভৃতি শওকত ওসমানের নাটক।
56. শওকত ওসমানের রচনা কোনটি?
উত্তরাধিকার
আমলার মামলা
জন অরণ্য
পিঙ্গল আকাশ
Note: আমলার মামলা, কাঁকর মণি, লস্কর ও লস্কর, বাগদাদের কবি প্রভৃতি শওকত ওসমানের নাটক। পিঙ্গল আকাশ গ্রন্থের রচয়িতা শওকত আলী। উত্তরাধিকার কাব্যের রচয়িতা শহীদ কাদরী।
57. কোনটি শওকত ওসমানের রচনা নয়?
ক্রীতদাসের হাসি
ভেজাল
বনি আদম
চৌরসন্ধি
Note: ভেজাল মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি গল্পগ্রন্থ।
58. সংস্কৃতির চড়াই উৎরাই প্রবন্ধের লেখক কে
শওকত ওসমান
আবুল ফজল
মুনীর চৌধুরী
সেলিম আল দীন
Note: সংস্কৃতির চড়াই উৎরাই প্রবন্ধের লেখক শওকত ওসমান।
59. জন্ম যদি তব বঙ্গে কার রচনা
আবু জাফর ওবায়দুল্লাহ
শওকত ওসমান
শামসুর রহমান
আহসান হাবীব
Note: পিজরাপোল, জন্ম যদি তব বঙ্গে (মুক্তিযুদ্ধ ভিত্তিক), ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী (গল্প গ্রন্থের জন্য ১৯৯১ সালে তিনি ফিলিপস পুরস্কার লাভ করেন) শওকত ওসমানের গল্প।
60. শওকত ওসমান মূলত কি ছিলেন
কথা সাহিত্যিক
ঔপন্যাসিক
নাট্যকার
ভাষাবিদ
Note: ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে শওকত ওসমান জন্মগ্রহণ করেন। তিনি মূলত একজন কথা সাহিত্যিক ছিলেন। শওকত ওসমান ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৮৩ সালে একুশে পদক এবং ১৯৯৭ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।