1. কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড গ্যাস বাতাসে আসে
পেট্রোল
সিএনজি
ডিজেল
অকটেন
2. দুধে থাকে
অ্যাসিটিক অ্যাসিড
সাইট্রিক অ্যাসিড
ল্যাকটিক অ্যাসিড
নাইট্রিক অ্যাসিড
3. কোনটি জৈব অম্ল
সালফিউরিক অ্যাসিড
নাইট্রিক অ্যাসিড
হাইড্রোক্লোরিক অ্যাসিড
এসিটিক অ্যাসিড
4. কোলেস্টেরল এক ধরনের
অ্যামিনো এসিড
পলিমার
জৈব যৌগ
অসম্পৃক্ত অ্যালকোহল
5. ফল পাকানোর জন্য দায়ী কি
মিথিলিন
ইথিলিন
লাইকোপেন
প্রপিন
6. কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়
পায়খানা ও প্রসাব খানায়
নালায়ে
গোসলখানায়
পুকুরে
7. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়
ইউরিয়া
টিএসপি
সবুজ সার
পটাশ
8. CNG এর অর্থ
কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
কার্বন মুক্ত নতুন পরিবেশ বান্ধব তেল
সিসা মুক্ত পেট্রোল
9. পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না কারণ
পেট্রোল পানির সাথে মিশে না
পেট্রোল পানির চেয়ে হালকা
পেট্রোল এর সাথে পানি মিশে যায় ও পেট্রোল পানির চেয়ে হালকা
পেট্রোলের সাথে পানি মিশে যায়
10. রেকটিফাইড স্পিরিট হলো
৯৮% ইথাইল অ্যালকোহল+ ২% পানি
৮০% ইথাইল অ্যালকোহল+ ২০% পানি
৯০% ইথাইল অ্যালকোহল+ ১০% পানি
৯৫% ইথাইল অ্যালকোহল+ ৫% পানি
11. টুথপেষ্টের প্রধান উপাদান
জেলি ও মসলা
ভোজ্যতেল ও সোডা
সাবান ও পাউডার
ফ্লোরাইড ও ক্লোরোফিল
12. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো
কার্বন মনোক্সাইড
নাইট্রোজেন গ্যাস
হাইড্রোজেন গ্যাস
মিথেন
Note: প্রাকৃতিক গ্যাসের উপাদান গুলোর মধ্যে মিথেন ৮০-৯০%, ইথেন ১৩%, প্রোপেন ৩%। এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেন কিছু পরিমাণে থাকে। এই উপাদানগুলোর মধ্যে প্রধান হল মিথেন। আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫-৯৯%।
13. ইউরিয়া সারের কাঁচামাল
ক্লিংকার
মিথেন গ্যাস
অ্যামোনিয়া
অপরিশোধিত তেল
Note: ইউরিয়া সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় মিথেন গ্যাস। প্রাকৃতিক গ্যাসে ৮০-৯০% মিথেন গ্যাস থাকে।
14. মৌমাছি তে কোন এসিড থাকে
টারটারিক অ্যাসিড
ইরোসিক এসিড
ফরমিক অ্যাসিড
লিনোলিক এসিড
15. কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল
সোডিয়াম
সালফার
জিপসাম
খনিজ লবণ
16. তেল বা চর্বি হচ্ছে এক ধরনের
অ্যালকোহল
এস্টার
ডিটারজেন্ট
অ্যালডিহাইড
17. কোনটি খর পানিতে উত্তম হানা দেয়
টয়লেট সাবান
ডিটারজেন্ট
লন্ড্রি সাবান
তরল সাবান
18. কোনটি সাবান কে শক্ত করে
সোডিয়াম কার্বনেট
সোডিয়াম ক্লোরাইড
সোডিয়াম সিলিকেট
সোডিয়াম সালফেট
19. বাংলাদেশের উৎপাদিত রাসায়নিক সারের কাঁচামাল
বিটুমিনাস কয়লা
খনিজ তেল
এলএনজি
প্রাকৃতিক গ্যাস
20. বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে লাগে
অক্সিজেন
কার্বন ডাই অক্সাইড
মিথেন
নাইট্রোজেন
21. ফলের মিষ্টি গন্ধের জন্য নিচের কোনটি দায়ী
অ্যালকোহল
এস্টার
ইথার
গ্লুকোজ
22. বায়ো গ্যাসের শতকরা কত ভাগ মিথেন থাকে
৮০-৯০
৭০-৮০
৬০-৭০
৫০-৬০
23. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়
পেট্রোল
প্রাকৃতিক গ্যাস
কয়লা
বায়োগ্যাস
24. ফরমালিন হলো ফরমালডিহাইডের
৪০% জলীয় দ্রবণ
২০% জলীয় দ্রবণ
৩০% জলীয় দ্রবণ
১০% জলীয় দ্রবণ
25. কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে
অক্সি এমোনিয়াম শিক্ষা
অক্সিঅ্যাসিটিলিন শিখা
অক্সি নাইট্রোজেন শিখা
অক্সি হাইড্রোজেন শিখা
26. পিঁপড়ার কামড়ে জ্বালা করে নিচের কোন রাসায়নিক পদার্থের কারণে
ফরমিক অ্যাসিড
টারটারিক এসিড
ফরমালডিহাইড
হাইড্রোক্লোরিক এসিড
27. কোনটি জৈব সার নয়
সবুজ সার
ইউরিয়া সার
কম্পোস্ট সার
গোবর সার
28. জীব সংরক্ষণ ও বচন নিবারণের জন্য ব্যবহৃত হয়
গ্লিসারিন
ফরমালিন
ভিনেগার
সোডা
29. বায়োগ্যাসে প্রধানত কি থাকে
ইথেন
ইতালিন
সিলিকন
মিথেন
30. ইথানল জীবাণুর উপস্থিতিতে বায়ু দ্বারা জারিত হলে কি পাওয়া যায়
কোনোটিই নয়
সালফিউরিক এসিড
অ্যাসিটিক অ্যাসিড
নাইট্রিক অ্যাসিড
31. নিম্নের কোনটি গোত্রভুক্ত নয়
রাবার
পলিথিন
টায়ার
প্লাস্টিক
32. রান্না করার জন্য সিলিন্ডারে করে যে গ্যাস বিক্রি করা হয় তা প্রধানত
প্রোপেন
সিএনজি
বিউটেন
মিথেন
33. Paint এর Thinner হিসেবে সাধারণত ব্যবহার করা হয়
অ্যালকোহল
তারপিন
পেট্রোল
পানি
34. কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়
প্যারাফিন
রেনিয়াম
আয়োডিন
ক্লোরিন
35. কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে
ক্যালসিয়াম কার্বনেট
ক্যালসিয়াম নাইট্রেট
ক্যালসিয়াম অক্সালেট
ক্যালসিয়াম সালফেট
36. কাঁদানে গ্যাসের অপর নাম কি
নাইট্রোজেন গ্যাস
ফসজিন গ্যাস
মিথেন
ক্লোরোপিক্রিন
37. চিনির চাইতে মিষ্টি স্যাকারিন প্রস্তুত করা হয়
টলুইন হতে
সানাল হতে
বেনজিন হতে
কয়লা হতে
38. নিচের কোনটি কাঁদানে গ্যাস হিসেবে ব্যবহৃত হয়
ব্রোমিন
ক্লোরোপিক্রিন
নাইট্রোগ্লিসারিন
বেনজিন
39. প্রাণী মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়
এমোনিয়া
মিথেন
ইথেন
বিউটেন
40. কোনটি বায়োগ্যাসের প্রধান কাঁচামাল
মাটি ও পানি
কয়লা ও পানি
খরকুটা ও পানি
গোবর ও পানি
41. টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করা হয় কেন
এটা দাঁতের ক্ষয় রোধ করে
এটা দাঁতের গোড়া ফুলা বন্ধ করে
দাঁতের রক্ত পড়া বন্ধ করার জন্য
কোনোটিই নয়
42. পাকা কলার উপাদান কোনটি
এমাইল এসিটেট
মিথাইল ইথানয়েট
ইথাইল অ্যালকোহল
ইথার
43. লেবুর রসে কোন এসিড থাকে
সালফিউরিক
নাইট্রিক
সাইট্রিক
হাইড্রোক্লোরিক
44. সাবান কোন উচ্চতর ফ্যাটি এসিডের লবণ
সোডিয়াম
ক্যালসিয়াম
পটাশিয়াম+সোডিয়াম
পটাশিয়াম
45. সাবান তৈরির সময় উপজাত হিসেবে পাওয়া যায়
ইথানল
সোডিয়াম স্টিয়ারেট
সিলিকন
গ্লিসারল
46. নিচের কোন বিকারক এর সাথে মিথানয়িক এসিড সিলভার দর্পণ সৃষ্টি করে
ফসফরাস পেন্টাক্লোরাইড
মারকিউরিক ক্লোরাইড দ্রবণ
টলেন বিকারক
ফেলিং দ্রবণ
47. কোনটি বিস্ফোরক পদার্থ
ডিডিটি
সিএফসি
টিএনটি
আয়োডেক্স
48. ভিনেগার ইথানয়িক এসিডের পরিমাণ কত
13%
13-15%
15%
6-10%
49. কোনটি আয়োডোফর্ম পরীক্ষা দেয় না
অ্যাসিটালডিহাইড
ফরমালডিহাইড
কিটোন
মিথাইল অ্যালকোহল
50. ভিনেগারে কোন এসিড থাকে
সালফিউরিক
টারটারিক অ্যাসিড
সাইট্রিক
অ্যাসিটিক
51. ডিডিটি এক ধরনের
কীটনাশক ঔষধ
পানি বিশোধক
বিস্ফোরক
রোগ প্রতিষেধক
52. সিরকা তৈরিতে কোন এসিড ব্যবহৃত হয়
সাইট্রিক অ্যাসিড
অ্যাসিটিক অ্যাসিড
ল্যাকটিক অ্যাসিড
এসকরবিক এসিড
53. সাবান তৈরির প্রধান কাঁচামাল
পাম তেল
নারিকেল
চর্বি
গ্রিস
54. ইথানল এর সাথে মিথানল মিশিয়ে বাজারে বিক্রি করার নিয়ম এর প্রয়োজন কেন
এতে সহজে আগুন লাগে না
নিরাপদে সংরক্ষণ করা যায়
পানীয় হিসেবে ব্যবহারের অযোগ্য করার জন্য
পেট্রোল হিসেবে ব্যবহার প্রতিরোধের জন্য
55. কোনগুলো দিয়ে লিপস্টিক তৈরি হয়
গ্রিজ, রঞ্জক এবং একটি দ্রাবক
গ্লিসারিন ও রঞ্জক
গ্রিজ এবং দ্রাবক
গ্রিজ এবং গ্লিসারিন
56. কালির দাগ লাগলে সহজেই উঠানো যায়
তৎক্ষণাৎ দুধে ভেজালে
দাগের উপর লেবুর রস দিয়ে ঘষা
দাগের উপর কাপড় ধোয়ার সাবান ব্যবহার করা
সঙ্গে সঙ্গে সাবান দিয়ে ধুয়ে ফেলুন
57. কাগজের প্রধান রাসায়নিক উপাদান
লিগনিন
হেমিসেলুলোজ
রেজিন
সেলুলোজ
58. আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল কি
খান থেকে আহরিত নাইট্রেট
কয়লা
প্রাকৃতিক গ্যাস
বাতাস থেকে আহরিত অক্সিজেন ও হাইড্রোজেন
59. একটি কীটনাশক ঔষধ
গ্যামাক্সিন
প্যালুড্রিন
পেনিসিলিন
কুইনিন
60. ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত
60-70%
44-46%
30-40%
20-40%
61. রুটি সংরক্ষণ এ ব্যবহৃত প্রিজারভেটিভ হলো
ক্যালসিয়াম প্রোপিওনেট
সোডিয়াম বেনজোয়েট
পটাশিয়াম সরবেট
ইডিটিএ
62. নন স্টিকি আবরণী তৈরিতে কোন পলিমার ব্যবহৃত হয়
পলিটেট্রাফ্লোরোইথেন
মেলামাইন
মেলাডুর
পলিস্টাইরিন
63. আম কৌটাজাত করনে ব্যবহৃত হয়
এসকরবিক এসিড
বেনজয়িক এসিড
সাইট্রিক এসিড
ইথানল
64. ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ
48%
42%
46%
43%
65. নিচের কোনটি প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয়
ইথানয়িক এসিড
ফরমিক অ্যাসিড
বেনজয়িক এসিড
ফরমালিন
66. কোন এসিডটি লেবুতে পাওয়া যায়
টারটারিক অ্যাসিড
সাইট্রিক এসিড
ল্যাকটিক অ্যাসিড
ম্যালিক এসিড
67. মোম কোন ধরনের পদার্থ
এস্টার
লবণ
এসিড
ক্ষারক
68. ডেটল এর মূল উপাদান কি
ক্লোরোজাইলিন
সবগুলো
আইসোপ্রোপানল
পাইন অয়েল
69. কোন যৌগটি রেজোন্যান্স ধর্ম প্রদর্শন করে না
পিরিডন
মিথাইল বেনজিন
বেনজিন
সাইক্লোহেক্সেন
70. পোড়া ক্ষতের জ্বালা নিবারণ এ ব্যবহৃত বার্ণল হলো
পিকরিক এসিড
ক্লোরোফরম
ডাইক্লোরো ইথেন
মেন্থল
71. প্রোটিনকে ক্ষারের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে
ফ্রুক্টোজ
গ্লুকোজ
ক্যাফেইন
অ্যামাইনো এসিড
72. নিচের কোনটিতে নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হয় না
ব্যথা ও জ্বর কমাতে
হৃদরোগের চিকিৎসা
বিস্ফোরক তৈরীর কাঁচামাল হিসেবে
প্রোস্টেট ক্যান্সার চিকিৎসা
73. প্যারাসিটামল ফলো
হাইড্রক্সি সালফানিলাইড
হাইড্রক্সি
অ্যাসিটানিলাইড
বেনজয়িল ক্লোরাইড
74. বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত
৪০%
৮৫%
৬৫%
৩৩%
75. ট্রাই ক্লোরো মিথেন নিম্নের কোন কাজে ব্যবহৃত হয়
জীবানুনাশক
অগ্নিনির্বাপক
চেতনানাশক
হিম কারক
76. কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগ কে বলা হয়
কোনোটিই নয়
অ্যালকেন
অ্যালকাইন
অ্যালকিন
77. কোন যৌগটি অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে
সাইক্লোহেক্সেন
টলুইন
ক্লোরোবেনজিন
বেনজিন
78. নিচের কোনটি পলিমারের ধর্ম নয়
পলিমারের সান্দ্রতা বেশি হবে
পলিমারের ঘনত্ব ধাতুর চাইতেও কম হবে
পলিমারের নির্দিষ্ট গলনাংক ও থাকবে
পলিমার পানিতে দ্রবণীয় হবে না
79. মেহেদির রং এর কারণ কোন রাসায়নিক দ্রব্য
উইন্টার গ্রীন
অলিক এসিড
লাসোন
ল্যানোলিন
80. নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত
সোডিয়াম বেনজোয়েট
ক্যালসিয়াম কার্বাইড
সোডিয়াম নাইট্রাইট
ক্যালসিয়াম প্রোপানয়েট
81. রং বেরঙ্গের আলোকসজ্জায় ব্যবহৃত নিষ্ক্রিয় গ্যাস
হিলিয়াম
নিয়ন
ক্রিপ্টন
আর্গন
82. প্রাকৃতিক পলিমার কোনটি
পিভিসি
রাবার
টেফলন
সেলুলোজ নাইট্রেট
83. ফরমালিন হলো মিথান্যালের
80% জলীয় দ্রবণ
40% জলীয় দ্রবণ
50% জলীয় দ্রবণ
60% জলীয় দ্রবণ
84. সাধারণত মানব দেহের প্রতি মিনিটে মূত্র তৈরি পরিমাণ
১ সিসি
৫ সিসি
১০ সিসি
৩ সিসি
85. কোনটি হেটারোসাইক্লিক অ্যামিনো এসিড
হিস্টিডিন
আরজিনিন
আইসো-লিউসিন
ফিনাইল এলানিন
86. কোন পলিমারটি ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়
পলিথিন
টেফলন
পলি এস্টার
পলিস্টাইরিন
87. কাগজের মূল উপাদান
শর্করা
লিগনিন
আমিষ
সেলুলোজ
88. নিচের কোন এসিডিটি লেবুতে পাওয়া যায়
সাইট্রিক অ্যাসিড
ল্যাকটিক অ্যাসিড
মিথানয়িক এসিড
ইথানয়িক এসিড
89. লুকাস বিকারক ব্যবহার করা হয় কেন
অ্যালকোহল শনাক্ত করতে
অ্যালডিহাইড সনাক্ত করতে
অ্যাসিড শনাক্ত করতে
কিটোন শনাক্ত করতে
90. নিচের কোন এনজাইমটি তেল বা চর্বিকে ফ্যাটি এসিড এবং গ্লিসারল এ রূপান্তর করে
জাইমেজ
লাইপেজ
ইনভার্টেড
পেপটিন
91. রান্নার তৈজসপত্রে ননস্টিক আবরণ হিসেবে নিম্নের কোন পলিমার ব্যবহার হয়