উপসর্গ


1. যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে তাদের বলে
  1.   অনুসর্গ
  2.   উপসর্গ
  3.   কারক
  4.   প্রত্যয়
2. উপসর্গ কোন জাতীয় শব্দাংশ
  1.   বিশেষ্য
  2.   অব্যয়
  3.   সর্বনাম
  4.   বিশেষণ
3. নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির
  1.   অনুসর্গের
  2.   বিভক্তির
  3.   উপসর্গের
  4.   পদাশ্রিত অব্যয়
4. ইংরেজি prefix শব্দ কে বাংলায় কি বলে
  1.   অনুসর্গ
  2.   সমাস
  3.   কারক
  4.   উপসর্গ
5. উপসর্গের কাজ কি
  1.   বর্ণ সংরক্ষণ
  2.   নতুন শব্দ গঠন
  3.   জ্যোতি সংস্থাপন
  4.   ভাবের পার্থক্য নিরূপণ
6. উপসর্গের সঙ্গে প্রত্যয় এর পার্থক্য
  1.   ভিন্ন অর্থ প্রকাশ
  2.   উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পিছনে
  3.   নতুন শব্দ গঠন
  4.   অব্যয় ও শব্দাংশ
7. নিম্নের কোনটির শব্দের আগে বসে
  1.   উপসর্গ
  2.   প্রত্যয়
  3.   বিভক্তি
  4.   অনুসর্গ
8. উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়
  1.   স্বাধীন পথ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়
  2.   শব্দের অর্থের উন্নতি সাধন করে
  3.   নতুন অর্থবোধক শব্দ তৈরি করে
  4.   অব্যয় সূচক শব্দাংশ
9. উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক
  1.   বাক্যে স্বাধীন ভাবে ব্যবহৃত হয়
  2.   অর্থ অপরিবর্তিত রেখেই নতুন শব্দ গঠন করে
  3.   কৃদন্ত শব্দের পরে বসে অর্থের পরিবর্তন ঘটায়
  4.   নাম শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন ঘটায়
10. কিসের প্রভাবে অর্থ সংকোচিত, সম্প্রসারিত ও পরিবর্তিত হয়
  1.   উপসর্গ
  2.   অনুসর্গ
  3.   প্রত্যয়
  4.   সন্ধি
11. উপসর্গ যোগে গঠিত শব্দ
  1.   পঙ্কজ
  2.   বিবাদ
  3.   আবাদ
  4.   প্রতীক
12. উপসর্গঘঠিত শব্দ
  1.   ফাঁকিবাজ
  2.   নৈম
  3.   গোয়ালা
  4.   উদ্বৃত্ত
13. একাধিক উপসর্গ যোগে গঠিত শব্দ
  1.   প্রবিষ্ট
  2.   অগণতান্ত্রিক
  3.   অবলোকন
  4.   অনতিবৃহৎ
14. অনতিবৃহৎ শব্দটিতে কয়টি উপসর্গ যোগে গঠিত হয়েছে
  1.   দুইটি
  2.   একটি
  3.   তিনটি
  4.   চারটি
15. একাধিক উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি
  1.   প্রবেশ
  2.   অতিশয়
  3.   আকাশ
  4.   নিরপরাধ
16. অনুসন্ধান শব্দটি কয়টি উপসর্গ সহযোগে গঠিত
  1.   তিনটি
  2.   একটি
  3.   চারটি
  4.   দুটি
17. বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে
  1.   ২২
  2.   ২০
  3.   ২১
  4.   ১৯
18. কোনটি খাঁটি বাংলা উপসর্গ
  1.   অজ
  2.   ফি
  3.   খাস
  4.   অতি
19. খাঁটি বাংলা উপসর্গ কোনটি
  1.   পরা
  2.   অধি
  3.   পরি
  4.   ইতি
20. বাংলা উপসর্গ কোনটি?
  1.   পাতি
  2.   গরু
  3.   উৎ
  4.   ফুল
21. খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
  1.   আম
  2.   রাম
  3.   সম
  4.   নিম
22. কোনটি বাংলা উপসর্গ
  1.   অনা
  2.   প্রতি
  3.   পরা
  4.   হর
23. দেশী উপসর্গ কোনটি
  1.   গর
  2.   ফুল
  3.   হাফ
  4.  
24. কোনটি খাঁটি বাংলা উপসর্গ নয়
  1.   পরি
  2.  
  3.   বি
  4.   কু
25. খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি
  1.  
  2.   অভি
  3.   পাতি
  4.   অঘা
Note: অভি একটি তৎসম উপসর্গ
26. বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কয়টি
  1.   ৩২
  2.   ১২
  3.   ২৪
  4.   ২০
27. নিচের কোনটি তৎসম উপসর্গ
  1.   প্র
  2.   গর
  3.   লা
  4.   বে
28. প্র,পরা,অপ
  1.   উপসর্গ স্থানীয় অব্যয়
  2.   সংস্কৃত উপসর্গ
  3.   বাংলা উপসর্গ
  4.   বিদেশি উপসর্গ
29. অপ কী ধরনের উপসর্গ
  1.   মিশ্র
  2.   বাংলা
  3.   বিদেশি
  4.   সংস্কৃত
30. উপসর্গ কোনটি
  1.   থেকে
  2.   চেয়ে
  3.   অতি
  4.   দ্বারা
31. কোনটি উপসর্গ নয়
  1.   অভি
  2.   অপু
  3.   অনু
  4.   অতি
32. নিচের কোনটি তৎসম উপসর্গ নয়
  1.   অভি
  2.   দ্বারা
  3.   সম
  4.   উপ
33. কোনটি তৎসম উপসর্গ নয়?..
  1.   পরি
  2.   প্রতি
  3.   অজ
  4.   অতি
Note: অজ একটি বাংলা উপসর্গ
34. বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো
  1.   ১৯ টি
  2.   অনির্ণেয়
  3.   ২১ টি
  4.   ২০ টি
35. আরবি ভাষার কোন উপসর্গটি বাংলায় ব্যবহৃত হয়
  1.   লা
  2.   কম
  3.   সাব
  4.   দর
36. উপসর্গজাত শব্দ কোনটি
  1.   আজিন
  2.   অধীত
  3.   অগ্রজ
  4.   অপিচ
37. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
  1.   বেমালুম
  2.   অজানা
  3.   গরমিল
  4.   আভাস
38. বাংলা উপসর্গের প্রয়োগ নিম্নের কোন শব্দের
  1.   বদনাম
  2.   অপয়া
  3.   গরমিল
  4.   ফিবছর
39. অচিন শব্দের অ উপসর্গ হলো
  1.   বিদেশি
  2.   বাংলা
  3.   হিন্দি
  4.   সংস্কৃত
40. অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত
  1.   বিয়োগান্তক
  2.   অজানা
  3.   নঞর্থক
  4.   নেতিবাচক
41. অজমূ্র্খ শব্দের অজ কোন জাতের উপসর্গ
  1.   বাংলা
  2.   ইংরেজি
  3.   সংস্কৃত
  4.   আরবি
42. খাঁটি বাংলা উপসর্গ যোগে কোন শব্দটি গঠিত
  1.   বেয়াদব
  2.   প্রবাহ
  3.   অজ পাড়াগাঁ
  4.   খায়ের খা
43. অজ পাড়াগাঁ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত
  1.   আদি
  2.   প্রত্যন্ত
  3.   নিবিড়
  4.   গভীর
44. কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে
  1.   পরিশ্রান্ত
  2.   অভিব্যক্তি
  3.   পরাকাষ্ঠা
  4.   অনাবৃষ্টি
45. খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ
  1.   অপমান
  2.   আকাড়া
  3.   অতিশয়
  4.   অবেলা
46. কোন শব্দটি উপসর্গ সহযোগে গঠিত হয়
  1.   আবেগ
  2.   আকাশ
  3.   আসন
  4.   আকাল
47. উপসর্গ গঠিত শব্দ
  1.   আকাঠ
  2.   আজন্ম
  3.   আংগুল
  4.   আগুন
48. আনকোরা শব্দে কোন উপসর্গ যুক্ত হয়েছে
  1.   আরবে
  2.   ফারসি
  3.   বাংলা
  4.   ইংরেজি
49. নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ এর উদাহরণ
  1.   কুকথা
  2.   উপকার
  3.   প্রবাদ
  4.   বেহাল
50. পাতিলেবু শব্দটি গঠিত
  1.   উপসর্গযোগে
  2.   প্রত্যয় যোগে
  3.   সমাসযোগে
  4.   সন্ধিযোগে
51. পাতিহাস শব্দটিতে পাতি উপসর্গটি কি অর্থ বোঝায়
  1.   বড়
  2.   বীপ্সা
  3.   মন্দ
  4.   ছোট
52. সজাগ শব্দের স-উপসর্গ কোন ভাষার
  1.   সংস্কৃত
  2.   ফারসি
  3.   আরবি
  4.   বাংলা
53. কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত
  1.   কোনোটিই নয়
  2.   বিদেশি উপসর্গ যোগে
  3.   সংস্কৃত উপসর্গ যোগে
  4.   দেশি উপসর্গযোগে
54. উপসর্গ যুক্ত শব্দ
  1.   কুশল
  2.   কুলীন
  3.   কুজন
  4.   কুসুম
55. হা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়
  1.   কম অর্থে
  2.   অভাব অর্থ
  3.   হীনতা অর্থ
  4.   নিকৃষ্ট অর্থ
56. নিম্নের কোন শব্দটিতে বাংলা উপসর্গের প্রয়োগ ঘটেছে
  1.   উৎকর্ষ
  2.   হাভাতে
  3.   বেশরম
  4.   পরিহার
57. উপসর্গজাত শব্দ-
  1.   অঙ্কুর
  2.   অঞ্জলি
  3.   অবলোকন
  4.   অনাচার
58. কোন শব্দের প্র উপসর্গ কোন অর্থে ব্যবহৃত
  1.   প্রকষ্ট
  2.   আধিক্য
  3.   গতি
  4.   বিপরীত
59. পরাজয়ের-শব্দটিতে কতটি উপসর্গ
  1.   জয়ের
  2.   জয়
  3.   পরা
  4.   এর
60. অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত
  1.   বিকৃত
  2.   বিপরীত
  3.   নিকৃষ্ট
  4.   অবাক
61. অপদেবতা শব্দের অপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে
  1.   বিপরীত অর্থ
  2.   মন্দ অর্থে
  3.   অস্বাভাবিক অর্থ
  4.   দ্বিধা অর্থ
62. সংস্কৃত উপসর্গের উদাহরণ
  1.   নিখোঁজ
  2.   নিখুঁত
  3.   নিলাজ
  4.   নিগ্রহ
Share With: