বাংলা টু ইংরেজি অনুবাদ


অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন?

Can I have a glass of water please?


আপনার কি আপনার ফোন ব্যবহার করতে পারি?

Can I use your phone?


তোমার এখানে কোন কাজের সুযোগ আছে ?

Do you have any vacancies?


তোমার কাছে ট্যাক্সির জন্য ফোন নম্বর আছে?

Do you have the number for a taxi?


তুমি কি মেয়েটিকে চেন?

Do you know her?


মেয়েটি কোথায় তুমি জান?

Do you know where she is?


তুমি বাস্কেটবল খেল?

Do you play basketball?


অনুগ্রহ করে জ্বালানি ভরে দিন

Fill it up, please.


তার কিছু নতুন কাপড় দরকার

He needs some new clothes.


ওটার দাম কত ?

How much is that?


এটার কত দাম?

How much is this?


আমি তোমাকে বিশ্বাস করি

I believe you.


আমি দুটো ভাষায় বলতে পারি

I speak two languages.


আমার মনে হচ্ছে ও অন্য কিছু বলল

I thought he said something else.


আমি সকালের নাস্তায় সাধারণত কফি খাই

I usually drink coffee at breakfast.


আমি হিলটন হোটেলের ফোন নম্বর চাই

I'd like the number for the Hilton Hotel please.


আমি একটি টেলিফোন কার্ড কিনতে চাই

I'd like to buy a phone card please.


আমি বাড়ি যেতে চাই

I'd like to go home.


আমি কেনাকাটা করতে যেতে চাই

I'd like to go shopping.


যদি তোমার এটা পছন্দ হয় তাহলে আমি আরো কিনতে পারি

If you like it I can buy more.


আমি আরম্ভ^কারি

I'm a beginner.


আমার পেট ভরা/ আমার আর কিছুর দরকার নেই

I'm full.


আমি ঠাট্টা করছি

I'm just kidding.


আমি অবিবাহিত

I'm single.


জায়গাটি এখান থেকে খুব দূরে নয়

It's not too far.


দুঃখিত আমাদের কাছে নাই

Sorry, we don't have any.


বইগুলো দামী

The books are expensive.


এটা পরে দেখো

Try it on.


তুমি কী কিনতে চাও?

What do you want to buy?


সাইজ কত?

What size?


দোকান কখন খুলবে?

What time does the store open?


বিমানটি কখন আসবে?

When does the plane arrive?


তুমি কোথায়?

Where are you?


তুমি কিছু খেতে চাও?

Would you like something to eat?



breakfast=(ব্রেকফাস্ট)=সকালের নাস্তা


have you breakfast=(হেভ ইউ ব্রেকফাস্ট)=তুমি কি সকালের নাস্তা করেছ?


careful=(কেয়ারফুল)=সচেতনshould be=(শুড বি)=হয়া উচিৎ


now you should be careful=(নাউ ইউ শুড বি কেয়ারফুল)= এখন তোমার সচেতন হওয়া উচিৎ।


consider=(কঞ্ছিডার)=বিবেচনা


you should be consider=(ইউ শুড বি কঞ্ছিডার)=তোমার বিবেচনা করা উচিত।


ask=(আস্ক)=জিজ্ঞাসা করাwhy=(হোয়াই)=কেন?silent=(সাইলেন্ট)=চুপ থাকা


why you ask me=(হোয়াই ইউ আস্ক মি?)=তুমি আমাকে জিজ্ঞেস করছ কেন?


why you are sad=(হোয়াই ইউ আর সেড?)=তোমার মন খারাপ কেন?


why you are silent=(হোয়াই ইউ আর সাইলেন্ট)=তুমি চুপ কেন?


we=(উই)=আমাদেরconfirm=(কনফার্ম )=নিশ্চিতabout=(এবাউট)=সম্পর্কেabout it=(এবাউট ইট)=এ বিষয়ে


we need to confirm about it=(উই নিড টু কনফার্ম এবাউট ইট)=আমাদের এ বিষয়ে নিশ্চিত হওয়া উচিত।


cross=(ক্রস)=অতিক্রম করাlimit=(লিমিট)=সীমা/পরিমান


you are crossing your limit=(ইউ আর ক্রসিং ইউর লিমিট)=তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ...


you are welcome=(ইউ আর ওয়েলকাম)=তোমাকে স্বাগতমmost=(মোস্ট)=অধিক।


you are most welcome=(ইউ আর মোস্ট ওয়েলকাম)=তোমাকে অনেক শুভেচ্ছা।


beautiful=(বিঊটিফুল)=সুন্দর


you are so beautiful=(ইউ আর ছো বিঊটিফুল)=তুমি অনেক সুন্দর


you also beautiful=(ইউ অলছো বিউটিফুল)=তুমিও সুন্দর


confidence=(কনফিডেঞ্ছ)=আত্নবিশ্বাস।


I have most confidence=(আই হেভ মোস্ট কনফিডেঞ্ছ)=আমার অনেক আত্নবিশ্বাস আছে ।


forget=(ফরগোট )=ভুলেযাওয়া/হারানো।never=(নেভার)=কখনো না।


I never forget you=(আই নেভার ফরগোট ইউ)=আমি তোমাকে কখনো হারাবোনা।


give up=(গিভ আপ)=না মানা / তুচ্ছ করা


I never give up=(আই নেভার গিভ আপ)=আমি কখনো হার মানবনা


thought=(থট)=ভাবা/ভেবেছিলাম/চিন্তাকরেছিলাম


I never thought=(আই নেভার থট)=আমি কখনো ভাবিনি


had=(হেড)=ছিল।


I never had=(আই নেভার হেড)=আমার কখনো ছিলনা ।


heare=(হেয়ার)= শোনা


I never heared=(আই নেভার হেয়ারড)আমি কখনো শুনিনি।


mind=(মাইন্ড)= মনে করা


don't mind=(ডন্ট মাইন্ড)=কিছু মনে করোনা ।


#Topic: I was about to (প্রায় হয়েই

গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে হয়নি)

 

I was about to learn English

=আমি তো প্রায় ইংরেজি শিখে ফেলেছিলাম।

I was about to die

=আমি প্রায় মরে গিয়েছিলাম।

I was about to fall asleep

=আমি প্রায় ঘুমিয়ে পরেছিলাম।

I was about to reach

=আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম।

I was about to call you

=আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম

I was about to buy the mobile 

=আমিতো প্রায় মোবাইলটা কিনো ফেলেছিলাম।


কোন কিছু হওয়ার অধিকার আছে বুঝাতে।


I have the right to be happy.


আমার সুখী হওয়ার অধিকার আছে।


I have the right to be a politician.


আমার একজন রাজনীতিবিদ হওয়ার অধিকার আছে।


I have the right to be democratic.


আমার গণতান্ত্রিক হওয়ার অধিকার আছে।


I have the right to be honest.


আমার সৎ হওয়ার অধিকার আছে।


I have the right to be whatever I want.


আমার যা ইচ্ছা তা হবার অধিকার আছে।


I have the right to get membership.


আমার সদস্যপদ পাওয়ার অধিকার আছে।


I have the right to be a police.


আমার পুলিশ হওয়ার অধিকার আছে।


I have the right to be a contestant.


আমার একজন প্রতিযোগী হওয়ার অধিকার আছে।


I have the right to get help from the authority.


আমার কর্তৃপক্ষের কাছ থেকে সাহায্য পাওয়ার অধিকার আছে।


I have the right to present my own opinion.


আমার নিজস্ব মতামত উপস্থাপন করার অধিকার আছে।


I have the right to stand against them.


আমার তাদের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার আছে।


I have the right to play for my own country.


আমার নিজ দেশের জন্য খেলার অধিকার আছে।





Related Post


  • অনুভূতির মাধ্যমে ‘মনে হচ্ছে’ কথাটি বুঝালে feel/ feels হবে।
  •  
  • বাংলা থেকে ইংরেজি অনুবাদ
  •  
  • ৩৮তম বিসিএস ও ব্যাংক প্রস্তুতি ভাষান্তর : বাংলা-ইংরেজি (Translation: Bangla to English)
  •  
  • বাংলা টু ইংরেজি অনুবাদ
  •  
  • দৈনিক কথা বলার জন্য প্রয়োজনীয় কিছু ইংরেজি অনুবাদ
  •  
  • চাকরির পরীক্ষায় আসে এমন গুরুত্বপূর্ণ অনুবাদ (সহকারী শিক্ষক)
  •  
  • বিভিন্ন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু বাংলা টু ইংরেজি অনুবাদ
  •  

    Rrecent Post


  • নবম ও দশম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন বাংলা দ্বিতীয় পত্র (বাংলা ব্যাকরণ)
  •  
  • সমবায় অধিদপ্তর সহকারী পরিদর্শক/মহিলা সহকারী পরিদর্শক
  •  
  • জব পরীক্ষা সমাধান
  •  
  • মডেল টেস্ট-৪
  •  
  • মডেল টেস্ট-৩
  •  
  • মডেল টেস্ট-2
  •  
  • একাত্তরের
  •  
  • ধর্ম
  •  
  • যুদ্ধ সংক্রান্ত
  •  
  • জাতী ও রাষ্ট্র
  •