দৈনিক কথা বলার জন্য প্রয়োজনীয় কিছু ইংরেজি অনুবাদ



let's=(লেটস)= চলোStart=(স্টার্ট)= শুরু করাWith=(উইথ) = সাথেEnglish=(ইংলিশ)= ইংরেজী


Let's start with english!=(লেটস স্টার্ট উইথ ইংলিশ)= চলো ইংরেজীতে শুরু করি।


I=(আই)= আমিLike=(লাইক) =পছন্দ করা


I like=(আই লাইক) =আমি পছন্দ করি।


You=(ইউ)=তুমি 


I like you=(আই লাইক ইউ)= আমি তোমাকে পছন্দ করি


Smile=(স্মাইল)=হাসি


I like your smile=(আই লাইক ইউর স্মাইল)= আমি তোমার হাসি পছন্দ করি।


 


How=(হাউ)=কেমনAre=(আর)=হয়/হই/আছে/কি? এসব অর্থে ব্যাবহার হয়।  


How are you?=(হাউ আর ইউ?)=তুমি কেমন আছ?


That =(দেট)=যারmeans=(মিন্স)=মানে


That means=(দেট মিন্স)=যার মানে


fine=(ফাইন)= ভাল


Are you fine?=(আর ইউ ফাইন?)=তুমি ভাল আছ?


Am=(এম)=হই/হয়/আছে এসব অর্থে ব্যাবহার হয়।


I am fine=(আই এম ফাইন) =আমি ভালো আছি।


And=(এ্যান্ড) =এবং


And you?=(এ্যান্ড ইউ) =এবং তুমি? (তার মানে আমি ভাল এবং তুমি কেমন আছ?)


Also=(অলসো)=ও


I am also fine=(আই এম অলসো ফাইন)= আমিও ভাল আছি।


Is=(ইজ)=হয়Not=(নট)=নাBad=(বেড)=খারাপ


He is not bad=(হি ইজ নট বেড) =সে খারাপ না।


Bed=(বেড)=বিছানা


(এখানে মনে রাখবেন bed-অর্থ বিছানা আর bad-অর্থ খারাপ এখানে বানান মনে রাখতে হবে)


This=(দিস)=ইহাMy=(মাই)=আমার


This is my bed=(দিস ইজ মাই বেড)= ইহা আমার বিছানা।


What=(হোয়াট)=কি?Do=(ডু)=করাMean=(মিন)=মানে বা অর্থ।


What do you mean?=(হোয়াট ডু ইউ মিন?)=তুমি কি বুঝাতে চাইছ?


Have=(হেভ)=আছেNothing=(নাথিং)=কিছুনাTo=(টু)=প্রতিSay=(সে)=বলা


I have nothing to say=(আই হেভ নাথিং টু সে)=আমার কিছু বলার নাই।


Can=(কেন)=পারা

Share=(শেয়ার) অংশীদারMe=(মি)=আমাকেProblem=(প্রবলেম)=সমস্যা


You can share with me your problem=(ইউ কেন শেয়ার উইথ মি ইউর প্রবলেম)=তুমি তোমার সমস্যা আমার সাথে বলতে পার।


I mean=(আই মিন)=আমি বুঝাতে চাই।


I mean what is your problem?=(আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম)=আমি বুঝাতে চাই তোমার সমস্যাটা কি?


Listen=(লিছেন)=কথাশোনা


Listen to me=(লিছেন টু মি)=আমার কথা শোন।


Please=(প্লিজ)=অনুগ্রহ করে/দয়া করে


Please listen=(প্লিজ লিছেন)= দয়া করে আমার কথা শোন।


Thanks =(থ্যাংকস)= ধন্যবাদa lot=(এ লট)=অনেক


Thanks a lot=(থ্যাংকস এ লট)=অনেক ধন্যবাদ ।


How =(হাউ)=কিভাবেmake =(মেক)= বানানোdesign=(ডিজাইন)=ডিজাইন


=রোমান্টিক কিছু অনুবাদ=

●--Still I miss you.__এখনও তোমাকে মিস করি।

.

●--Do you know, how much I like you?__তুমি কি জানো,

আমি তোমাকে কতটা পছন্দ করি?

.

●-- I know you believe me.__আমি জানি তুমি আমাকে

বিশ্বাস করো।

.

●-- I also believe you.__আমিও তোমাকে বিশ্বাস করি।

●-- I want to be your best friend.__আমি তোমার অনেক ভাল

বন্ধু হতে চাই।

●-- I want to see smile in your face.__আমি তোমার মুখে

হাসি দেখতে চাই।

●-- I don't know how to care of a lover.__আমি জানি না

কীভাবে ভালবাসার মানুষকে যত্ন নিতে হয়।

●-- So I can't care you.__তাই তোমার যত্ন নিতে পারি না ।

●-- Don't forget me.__আমায় ভুলে যেও না।

●-- Believe me.__বিশ্বাস করো ।

●-- I will never leave you.__আমি তোমাকে ছেড়ে যাবো

না।

●-- I want to meet you.__আমি তোমার সাথে সাক্ষাৎ

করতে চাই।

●-- Do you agree?__তুমি কি রাজি আছো?

●-- Must informe me.__অবশ্যই আমাকে জানাবে



where =(হয়ার)= কোথায়

where you are going?=(হয়ার উই আর গোয়িং?)=তুমি কোথায় যাচ্ছ?

afraid=(এফ্রাইড)=ভয় পাওয়া

don't be afraid=(ডন্ট বি এফ্রাইড)=ভয় পেও না।

always =(অলওয়েস)= সবসময়with =(উইথ)= সাথে

I am always with you=(আই এম অলওয়েস উইথ ইউ)=আমি সবসময় তোমার সাথে আছি।

there =(দেয়ার)= সেখানেdistance=(ডিসটেন্স)= দূরত্ব 

there was some distance=(দেয়ার ওয়াস সাম ডিসটেন্স)=সেখানে কিছু দূরত্ব ছিল।

wear=(ওয়্যার)=পরিধান করা

wear this shirt=(ওয়্যার দিস শার্ট)=এই জামাটি পর।

standing =(স্ট্যান্ডিং)= দাঁড়িয়ে থাকাon the way=(অন দা ওয়ে)= রাস্তায়

I am standing on the way=(আই এম স্ট্যান্ডিং অন দা ওয়ে)=আমি রাস্তায় দাঁড়িয়ে আছি।

fine =(ফাইন)= ভাল

I am fine=(আই এম ফাইন)=আমি ভাল।

in love =(ইন লাভ)= প্রেমে পরা

I am in love with you=(আই এম ইন লাভ উইথ ইউ)=আমি তোমার প্রেমে পরেগেছি।

interested=(ইন্টেরেস্টেড)= আগ্রহী

I am interested=(আই এম ইন্টেরেস্টেড)=আমি আগ্রহী


watch=(ওয়াচ)=দেখা


He is watching TV=(হি ইজ ওয়াচিং টিভি)=সে টিভি দেখছে।


hungry=(হাংরি)=ক্ষুদার্তvery=(ভেরি)=খুব


I am very hungry now.=(আই এম ভেরি হাংরি নাউ) =আমি এখন খুব ক্ষুদার্ত।


eat=(ইট)=খাওয়া


let me to eat=(লেট মি টু ইট)=আমাকে খেতে দাও।


busy=(বিজি)=ব্যাস্তcall=(কল)=ডাকা


I am busy now.=(আই এম বিজি নাউ)=আমি এখন ব্যাস্থ আছি


wife=(ওয়াইফ)=বউ


you can call your wife=(ইউ কেন কল ইউর ওয়াইফ)=তুমি তোমার বউকে ডাকতে পার


free=(ফ্রি)= অবসর


She is now free=(শি ইজ নাউ ফ্রি)=সে এখন অবসর আছে


where =(হয়ার)= কোথায়


Oboni...! where are you=(অবনি...!হয়ার আর ইউ)=অবনি... তুমি কোথায়?


come=(কাম)=আসাhere =(হেয়ার)=এখানে


come here.=(কাম হেয়ার)=এখানে আস


give=(গিভ)=দেওয়াrice=(রাইছ)=ভাতcurry/sabzi=(কারি/সাব্জি)=তরকারি


Please give me rice and curry = (প্লিজ গিভ মি রাইস অ্যান্ড কারি)= দয়া করে আমাকে ভাত ও তরকারি দাও।


was=(ওয়াছ)=ছিল


where was you?=(হয়ার ওয়াছ ইউ?)=তুমি কোথায় ছিলে?


long=(লং)=লম্বাtime=(টাইম)=সময়


where was you for long time=(হয়ার ওয়াছ ইউ ফর লং টাইম)=এত লম্বা সময় ধরে তুমি কোথায় ছিলে?


that=(দেট)=যে,wating =(ওয়েটিং)=অপেক্ষাfor you=(ফর ইউ)=তোমার জন্য


do you know, that i am wating for you?=(ডু ইউ নো , দেট আই এম ওয়েটিং ফর ইউ)=তুমি যান, যে আমি তোমার জন্য অপেক্ষা করছি?


sorry=(সরি)=দুঃখিত


I am sorry for that=(আই এম সরি ফর দেট)=এই জন্য আমি দুঃখিত


actually=(একচুয়েলি)=আসলে


actually I was bussy=(একচুয়েলি আই ওয়াছ বিজি)=আসলে আমি ব্যাস্ত ছিলাম।


It's okay=(ইট'স ওকে)=ঠিক আছে


after=(আফটার)=পরেsometime=(সামটাইম)=কিছুক্ষণ


after sometime=(আফটার সাম টাইম) = কিছুখন পর।


what are you doing?=(হোয়াট আর ইউ ডুয়িং)=তুমি কি করছ?


tell=(টেল)=বলাfast=(ফাস্ট)=প্রথমwent=(ওয়েন্ট)=গিয়েছিলে


tell me fast, that where you went today?=(টেল মি ফাস্ট , দেট হয়ার ইউ ওয়েন্ট টুডে?)=আগে বল যে, আজ তুমি কোথায় গিয়েছিলে?


week=(উইক)=সপ্তাহ


within four week=(উইদিন ফোর উইক)=চার সপ্তাহের মধ্যে।


weak=(উইক)=দুর্বল


he is very weak=(হি ইজ ভেরি উইক)=সে খুবই দুর্বল ।


do you know english=(ডো ইউ নো ইংলিশ?)=তুমি কি ইংরেজী জান?





Related Post


  • অনুভূতির মাধ্যমে ‘মনে হচ্ছে’ কথাটি বুঝালে feel/ feels হবে।
  •  
  • বাংলা থেকে ইংরেজি অনুবাদ
  •  
  • ৩৮তম বিসিএস ও ব্যাংক প্রস্তুতি ভাষান্তর : বাংলা-ইংরেজি (Translation: Bangla to English)
  •  
  • বাংলা টু ইংরেজি অনুবাদ
  •  
  • দৈনিক কথা বলার জন্য প্রয়োজনীয় কিছু ইংরেজি অনুবাদ
  •  
  • চাকরির পরীক্ষায় আসে এমন গুরুত্বপূর্ণ অনুবাদ (সহকারী শিক্ষক)
  •  
  • বিভিন্ন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু বাংলা টু ইংরেজি অনুবাদ
  •  

    Rrecent Post


  • নবম ও দশম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন বাংলা দ্বিতীয় পত্র (বাংলা ব্যাকরণ)
  •  
  • সমবায় অধিদপ্তর সহকারী পরিদর্শক/মহিলা সহকারী পরিদর্শক
  •  
  • জব পরীক্ষা সমাধান
  •  
  • মডেল টেস্ট-৪
  •  
  • মডেল টেস্ট-৩
  •  
  • মডেল টেস্ট-2
  •  
  • একাত্তরের
  •  
  • ধর্ম
  •  
  • যুদ্ধ সংক্রান্ত
  •  
  • জাতী ও রাষ্ট্র
  •