প্রানী নিয়ে সাধারণ জ্ঞান


...জেনে রাখুন কাজে লাগবে....

১। কুকুরের

পায়ে সাধারণত

কয়টি আঙ্গুল থাকে?

সামনের পায়ে ৫টি

এবং পিছনের

পায়ে ৪টি উত্তর–

২। পিঁপড়া নিজের ওজনের

চেয়ে কত গুণ ভারী বস্তু

বহন করতে পারে?

৫০ গুণ উত্তর–

৩। পিঁপড়া নিজের ওজনের

চেয়ে কত গুণ ভারী বস্তু

টানতে পারে?

৩০ গুণ উত্তর–

৪। প্রজাপতি কোন অঙ্গ

দিয়ে স্বাদ গ্রহণ করে?

পা দিয়ে উত্তর–

৫। শুধুমাত্র একটি

স্তন্যপ্রায়ী প্রাণী লাফ

দিতে পারে না, এটির নাম

কী?

হাতি উত্তর–

৬। স্টারফিশের একটি

গুরুত্বপূর্ণ অঙ্গ নেই –

এটি কী?

মস্তিষ্ক উত্তর–

৭। শামুক কোন আহার না

খেয়ে এক নাগাড়ে কত দিন

ঘুমাতে পারে?

৩ বছর উত্তর–

৮। কোন পাখি ঘোড়া থেকেও

দ্রুত দৌঁড়াতে উড়তে

পারে?

অস্ট্রিস পাখি উত্তর–

৯। উড়তে পারে একমাত্র

স্তন্যপ্রায়ী প্রাণীর নাম

কী?

বাদুর উত্তর–

১০। প্রজাপতি চোখ দিয়ে

কয়টি রঙ দেখতে পায়?

মাত্র তিনটি:

লাল, সবুজ ও

হলুদ উত্তর–

১১। পিঁপড়া দিনে কয় ঘন্টা

ঘুমায়?

পিঁপড়া কখনো

ঘুমায় না উত্তর–

১২। পিঁপড়ার শরীরে একটি

গুরুত্বপূর্ণ অঙ্গ নেই –

এটি কী?

ফুসফুস উত্তর–

১৩। গরুর পাকস্থলী কয়টি?

চারটি উত্তর–

১৪। একটি বৃহৎকার নীল তিমির

ওজন কয়টি হাতির চেয়েও

বেশি?

৩০টি হাতির

চেয়েও বেশি উত্তর–

১৫। একটি গাভী দৈনিক কত

লিটার মিথেন গ্যাস ত্যাগ

করে যা পরিবেশের জন্য

ক্ষতিকর?

৪০০ লিটার উত্তর–

১৬। কাঠঠোকরা সেকেন্ডে

সর্বোচ্চ কয়বার কাঠ

ঠোকতে পারে?

২০ বার উত্তর–

১৭। বাদুর হাঁটতে পারে না কেন?

বাদুরের পায়ের

হাড় খুবই সরু উত্তর–

১৮। দেয়ালি পোকার পাকস্থলি

কয়টি?

দেয়ালি পোকার

পাকস্থলি নেই উত্তর–

১৯। কোন প্রাণী প্রয়োজনে

লিঙ্গ পরিবর্তন করতে

পারে?

ঝিনুক উত্তর–

২০। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত

মাছ কোনটি?

স্টোন ফিশ উত্তর–

২১। কত বছর আগে থেকে মানুষ

ছাগলকে গৃহপালিত পশু

হিসেবে গ্রহন করেছিল?

১০০০০

খ্রীষ্ট্রপূর্বাব্দে উত্তর–

২২। চতুষ্পদ জন্তু দেখে ভয়

পাওয়ার মানসিক রোগের

নাম কী?

জুফোবিয়া উত্তর–

২৩। এক ব্যক্তি হিসেবে

সবচেয়ে বেশি কুকুরের

মালিক ছিলেন কোবলা

খান। তার কয়টি কুকুর ছিল?

৫০০টি উত্তর–

২৪। “Raining cats and dogs”

বাক্যাংশটি কোথায়, কখন,

কিভাবে উৎপত্তি হয়েছিল?

সপ্তদশ

শতাব্দীতে

ইংল্যন্ডে কোন

একদিন

একনাগাড়ে প্রচুর

ঝড়-বৃষ্টির

কারনে অনেক

বেওয়ারিশ কুকুর-

বিড়ালের মৃত্যুর

কারণে।

উত্তর–

২৫। হরিণের পিত্তাশয় কয়টি?

হরিণের কোনো

পিত্তাশয় নেই উত্তর–




Related Post


  • বিভিন্ন পরিমাপ যন্ত্রের নাম
  •  
  • ঢাকা হতে দেশের সব কয়টি জেলার দূরত্ব জেনে নিন।
  •  
  • প্রানী নিয়ে সাধারণ জ্ঞান
  •  
  • কোন দেশকো কি বলা হয়
  •  
  • প্রাইমারীসহ যে কোন চাকরির পরীক্ষার জন্য পদ্মাসেতু সম্পর্কে যত প্রশ্ন।
  •  
  • বিভিন্ন দেশের আইনসভা বা সংসদের নাম
  •  
  • কারাগারে রোজনামচা A To Z
  •  
  • চরফ্যাশন উপজেলা গঠনের ইতিহাস:
  •  
  • বঙ্গবন্ধু সম্পর্কে কিছু প্রশ্ন-সমাধান
  •  
  • ভৌগোলিক উপনামঃ
  •  

    Rrecent Post


  • নবম ও দশম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন বাংলা দ্বিতীয় পত্র (বাংলা ব্যাকরণ)
  •  
  • সমবায় অধিদপ্তর সহকারী পরিদর্শক/মহিলা সহকারী পরিদর্শক
  •  
  • জব পরীক্ষা সমাধান
  •  
  • মডেল টেস্ট-৪
  •  
  • মডেল টেস্ট-৩
  •  
  • মডেল টেস্ট-2
  •  
  • একাত্তরের
  •  
  • ধর্ম
  •  
  • যুদ্ধ সংক্রান্ত
  •  
  • জাতী ও রাষ্ট্র
  •