সাধারণ বিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ 2020


  1. দূরবর্তী কোনো কিছুর তাপমাত্রা নির্ণয় ব্যবহৃত হয় পাইরোমিটার।
  2. সর্বাপেক্ষা বেশি দক্ষতা সম্পন্ন ইঞ্জিন বৈদ্যুতিক মোটর।
  3. দৃশ্যমান আলোর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বেগুনি আলো।
  4. বৈদ্যুতিক মোটর জেনারেটর ট্রান্সফর্মার তৈরিতে ব্যবহৃত হয় অস্থায়ী চুম্বক।
  5. প্রচুর পরিমাণে আয়োডিন পাওয়া যায় সামুদ্রিক শৈবাল।
  6. অনুজীব বিজ্ঞানের জনক লিউয়েন হুক।
  7. জীবদেহের গঠন ও কাজের একক হল কোষ।
  8. মাইট্রোকন্ডিয়া প্রোটিন রয়েছে শতকরা 73 ভাগ।
  9. একটি আদর্শ পাতার তিনটি অংশ যথা পত্রমূল, পত্র বৃত্ত ও পত্রফলক।
  10. বীজের অঙ্কুরোদগমের জন্য অত্যাবশ্যকীয় উপাদান -- পানি ,তাপ ও বায়ু।
  11. দেহের প্রতিরক্ষা ও আত্মরক্ষায় সহায়তা করে লিউকোসাইট।
  12. ট্রানজিস্টর এর তিনটি অংশ হলো --- বেজ, ইমিটার ,কালেক্টর।
  13. আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থিতে যে রোগ হয় --  গলগন্ড।
  14. জন্ডিসে মানবদেহের অঙ্গ আক্রান্ত হয় -- যকৃত।
  15. জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষা করে ভাইরাস।
  16. শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব 16.6 মিটার।
  17. রাডারে যে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় তা হলো মাইক্রোওয়েভ।
  18. সর্বপ্রথম তেজস্ক্রিয় পদার্থ হিসেবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম।
  19. পুষ্টির জন্য অন্যের উপর নির্ভরশীল ছত্রাক।
  20. দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন প্রোটিন
  21. উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান 10 টি।
  22. বাংলাদেশের দীর্ঘতম উদ্ভিদ বৈলাম।
  23. মাশরুম এক ধরনের ফাঙ্গাস।
  24. বৃক্কের গঠন গত ও কার্যকরী একক কে বলে নেফ্রন।
  25. শরীরের বৃদ্ধি ও দেহের বিপাকীয় হার কে প্রভাবিত করে থাইরয়েড গ্রন্থি।
  26. মানুষের গায়ের রং যে উপাদানের উপর নির্ভরশীল তা হল মেলানিন।
  27. যে যন্ত্রের সাহায্যে হৃদপিন্ডের গতি কে স্বাভাবিক অবস্থায় আনা হয় তা হলো পেসমেকার।
  28. রঙের বস্তুর তাপ বিকিরণ ও শোষণের ক্ষমতা সবচেয়ে বেশি ----- কালো বস্তুর।
  29. মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্নি কে বলে কসমিক রশ্মি।
  30. ইউরিয়া সার থেকে উদ্ভিদ গ্রহণ করে নাইট্রোজেন।
  31. পাতার সাহায্যে বংশ বৃদ্ধি করে এমন উদ্ভিদ এর উদাহরণ পাথরকুচি।
  32. ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা।
  33. বিশ্বের সবচেয়ে দ্রুতগামী পশুর চিতাবাঘ।
  34. আকাশের উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধক।
  35. চন্দ্র পৃষ্ঠে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ।
  36. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শ্বেত রক্তকণিকা।
  37. মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য 18 ইঞ্চি প্রায়।
  38. সংকটকালীন বা আপৎকালীন হরমোন এন্ড্রি নালিন।
  39. বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন স্তর অবস্থিত তা হল স্ট্রাটোমন্ডল।
  40. একটি মোটা তারের রোধ একই চিকন তারের ওদের তুলনায় কম।
  41. নিউক্লিয় ফিশন বিক্রিয়ার মাধ্যমে প্রচুর তাপ উৎপাদন হয়।
  42. সাবান কোন উচ্চতর ফ্যাটি এসিডের লবণ --- পটাশিয়াম বা সোডিয়াম।
  43. বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে লাগে -- মিথেন।
  44. কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায় --  ebola virus
  45. DNA এর অতিবেগুনি রশ্মি শোষণ ক্ষমতা অত্যন্ত বেশি।
  46. সিদ্ধ চালে 79% পরিমাণ শ্বেতসার থাকে।
  47. পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ শুক্র।
  48. জেরও শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে --- পেপসিন।
  49. মানবদেহে পানির পরিমাণ --৭০% 
  50. ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে অঙ্কোলজি।
  51. বায়ুর আর্দতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ --- পানি।



Related Post


  • বিজ্ঞান বিষয়ে 400টি প্রশ্ন ও উত্তর
  •  
  • বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান।
  •  
  • সাধারণ বিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ 2020
  •  
  • সাধারণ বিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি 2020
  •  
  • অধাতব পদার্থ
  •  
  • জৈব যৌগ ও অজৈব যৌগ
  •  
  • খনিজ উৎস
  •  
  • পদার্থ জীব বিজ্ঞান বিষয়ক ধর্ম
  •  
  • জীব বিজ্ঞান বিষয়ক কতিপয় বিদ্যা
  •  
  • জীববৈচিত্র্য প্লান্ট ডাইভারসিটি
  •  

    Rrecent Post


  • নবম ও দশম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন বাংলা দ্বিতীয় পত্র (বাংলা ব্যাকরণ)
  •  
  • সমবায় অধিদপ্তর সহকারী পরিদর্শক/মহিলা সহকারী পরিদর্শক
  •  
  • জব পরীক্ষা সমাধান
  •  
  • মডেল টেস্ট-৪
  •  
  • মডেল টেস্ট-৩
  •  
  • মডেল টেস্ট-2
  •  
  • একাত্তরের
  •  
  • ধর্ম
  •  
  • যুদ্ধ সংক্রান্ত
  •  
  • জাতী ও রাষ্ট্র
  •