বিভিন্ন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু বাংলা টু ইংরেজি অনুবাদ


  1. সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে  - it has been drizzling since morning
  2. ছত্রটি কেটে দাও -- pen through the line
  3. জামাল খুব অল্প কথার মানুষ -- Jamal is a man of few words
  4. মোটের উপর তারা সকলেই সুখি --- on the whole all of them are happy
  5. তার হাত টান আছে - he is light fingered
  6. এটা কথার কথা --- it is a matter of joke.
  7. ছেলেটির অঙ্কে মাথা নেই --- the boy has no head for mathematics.
  8. কাপড়ের রং পাকা -  the cloth has fast colour
  9. শো শো করে বাতাস বইছে --- the wind is howling.
  10. সে সুন সুন করে গান শুনছে -- he is humming a song.
  11. লোকটি খুবই অসহায় ---- the man is in great trouble.
  12. বর্ষাকাল শুরু হয়েছে -- the rains have set in.
  13. হঠাৎ সে কাঁদতে শুরু করল -- suddenly he begin to weep.
  14. পাখিরা কিচিরমিচির করছে - the birds are chirping.
  15. সে আজ রাতে লন্ডনে রওনা হবে -- he starts for London tonight.
  16. সে দিন এনে দিন খায় -- he lives from hand to mouth.
  17. সে বললো সে যাবে  - he said that he would go.
  18. আমার টাকার খুব অনটন হয়েছে --- I am badly hard up.
  19. সে বলল যে, সে কখনো এখানে আসবে না - he said that he would never come here.
  20. ঢাকার জাদুঘর দেখার মত জিনিস -- the museum of Dhaka worth seeing.
  21. সে আমার পরিচিত - he is known to me.
  22. দুইয়ে দুইয়ে চার হয় -- two and two make four.
  23. বাসের পাতাগুলি কাঁপছে ---- the leaves of the bambo were trembling.
  24. এটাই প্রচলিত নিয়ম - this is the order of the day.
  25. তুমি বুদ্ধিমানের মতো কাজ করোনি - you did not act like a wise.
  26. বইখানি অনেক হাত ফিরিয়াছে --- the book has returned from several hands.
  27. সব ধোয়াই বাতাসকে দূষিত করে - all kinds of smoke pollute the air
  28. শিক্ষকরা সভ্যতার অভিভাবক - teachers are guardians of civilization.
  29. দেশের জন্য সে তার জীবন উৎসর্গ করলো -- he laid down his life for the country.
  30. বেশি হলে তোমাকে আমি 50 টাকা দিতে পারি -- I will give you at least 50 taka.
  31. বাংলাদেশের জনগণ শান্তি প্রিয় -- the people of Bangladesh are peace loving
  32. তিনটা ছেলেকে চোখে চোখে রাখেন -- he keeps his son under care.
  33. তার নাম মুখে এনো না -- don't utter his name
  34. জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় ---- Japan is called the land of the rising sun.
  35. তিনি উত্তম চরিত্রের অধিকার -- he possesses a good moral character.
  36. আমরা নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি চাই --- We want to get rid of the curse of illiteracy
  37. রাঙ্গামাটির দৃশ্যাবলী কি সুন্দর -- how beautiful the scenery of Rangamati is !
  38. মধু মধু খায় - modhu licks honey
  39. সে হাসতে হাসতে চলে গেল --  he went away laughing.
  40. দুই একদিনের মধ্যে পরীক্ষা শুরু হবে - the examination will start in a day or two.
  41. দয়া করে আমাকে একদিনের জন্য বইটা ধার দিন - please lend me the book for a day.
  42. তাজমহলের সৌন্দর্য বর্ণনাতীত - the beauty of the Taj Mahal beggars description.
  43. গত বুধবার রাতে তিনি অসুস্থ আছেন - he has been ill since Wednesday last
  44. তুমি কতগুলো আমি কিনেছো? --- how many mangoes have you bought.
  45. তুমি কি এক কাপ চা খাবে? -- will you take a cup of tea? 
  46. সে কি এবার পরীক্ষা দিবে --- will he sit for the examination this year.
  47. তোমার কি লিখবার কলম নাই --- do you have no pen to write with.
  48. কক্সবাজারের দৃশ্যাবলী কত মনোরম -- the scenery e of Cox bazar is very charming.
  49. তিনি অতি কষ্টে তার সংসার চালান -- he maintains his family in great hardship.
  50. বইটি আদ্য-পান্ত পড়ো -- read the book from first to last.
  51. এভারেস্ট হিমালয়ের সর্বোচ্চ চূড়া ---- Everest is the highest peak of the Himalayas.
  52. তার কথায় আমি না হেসে পারলাম না - I could not but laugh at his word.
  53. গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে -- the cow lives on grass.
  54. বাংলাদেশ চিরকাল স্থায়ী হুক -- main Bangladesh live for ever.
  55. আমি কাজটি শেষ করে বাড়ি যাবো - I shall go home after finishing the work.
  56. ঘুমন্ত কুকুরটিকে ঘুমাতে দাও -- let the sleeping dog sleep.
  57. মধু খেতে মিষ্টি -- honey tastes sweet.
  58. আমার সাথে তার বাক্যলাপ নেই --- I have no speaking terms with him
  59. গল্পটি আমি সংক্ষেপে বললাম -- I told the story in a nutshell.
  60. আমরা বিজ্ঞানের যুগে বাস করি -- we live in  the age of science
  61. সূর্যাস্ত দেখতে কি সুন্দর -- how beautiful the sun set is!
  62. ডাক্তার রোগীর নাড়ী দেখলেন - the doctor felt  the pulse of the patient
  63. রোগীটির মরমর অবস্থা - the patient is about to die.
  64. লোকটির মাথা খারাপ হয়ে গেছে - the man has gone made.
  65. অলসেরা পরিনামে দুঃখ ভোগ করে - the idle suffer in the long run.
  66. স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার -- freedom is the birth right of man.
  67. টিপ টিপ করে বৃষ্টি পড়ছে -- it is pattering.
  68. কেউ চিরকাল সুখে থাকে না -- no one lives in constant happiness.
  69. সূর্য আমাদিগকে গরম রাখে -- the sun keeps us warm.
  70. তিনি বইখানা ছাপিয়ে নিয়েছিলেন -- he got the book printed.
  71. আজকে আমার বাড়িতে তোমার খাওয়ার কথা ছিল -- you were to eat at my house today.
  72. সুষম খাদ্য কে তুমি ভালোভাবে বাঁচতে পারো - by eating a balanced diet you can live well.
  73. কালকের চেয়ে আজ বেশি গরম - it is much hotter today than yesterday.
  74. আমি শীঘ্রই তোমাকে চিঠি লিখবো - I will write to you shortly.
  75. সে এখানে দশ দিন পর পর আসে -- he comes here after every ten days
  76. রামেরা দুই ভাই - ram and his brother are two in numbers
  77. তুমি আমার কে - who are you of mine.
  78. ঢাকা কোন দেশের রাজধানী -- who is country is Dhaka the capital of?



Related Post


  • অনুভূতির মাধ্যমে ‘মনে হচ্ছে’ কথাটি বুঝালে feel/ feels হবে।
  •  
  • বাংলা থেকে ইংরেজি অনুবাদ
  •  
  • ৩৮তম বিসিএস ও ব্যাংক প্রস্তুতি ভাষান্তর : বাংলা-ইংরেজি (Translation: Bangla to English)
  •  
  • বাংলা টু ইংরেজি অনুবাদ
  •  
  • দৈনিক কথা বলার জন্য প্রয়োজনীয় কিছু ইংরেজি অনুবাদ
  •  
  • চাকরির পরীক্ষায় আসে এমন গুরুত্বপূর্ণ অনুবাদ (সহকারী শিক্ষক)
  •  
  • বিভিন্ন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু বাংলা টু ইংরেজি অনুবাদ
  •  

    Rrecent Post


  • নবম ও দশম শ্রেণি : অধ্যায়ভিত্তিক প্রশ্ন বাংলা দ্বিতীয় পত্র (বাংলা ব্যাকরণ)
  •  
  • সমবায় অধিদপ্তর সহকারী পরিদর্শক/মহিলা সহকারী পরিদর্শক
  •  
  • জব পরীক্ষা সমাধান
  •  
  • মডেল টেস্ট-৪
  •  
  • মডেল টেস্ট-৩
  •  
  • মডেল টেস্ট-2
  •  
  • একাত্তরের
  •  
  • ধর্ম
  •  
  • যুদ্ধ সংক্রান্ত
  •  
  • জাতী ও রাষ্ট্র
  •