প্রশ্নঃ - সিত্রাং শব্দটি কোন ভাষার ও অর্থ কি

উত্তরঃ - ভিয়েতনামিজ শব্দ । যার অর্থ পাতা (নামকরণ করে থাইল্যান্ড)

প্রশ্নঃ - ঘূর্ণিঝড় সিত্রাং কবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে

উত্তরঃ - ২৪ অক্টোবর ২০২২

প্রশ্নঃ - দেশের ৩৭ তম নদী বন্দর কোনটি

উত্তরঃ - গাজীপুর নদী বন্দর

প্রশ্নঃ - মার্চ ২০২২ রাশিয়া ইউক্রেনের কোথায় গণহত্যা চালায়

উত্তরঃ - বুচা শহর

প্রশ্নঃ - আয়তনে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি

উত্তরঃ - ইউক্রেন

প্রশ্নঃ - ইউক্রেনের ওডেসা সমুদ্র বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানি শুরু হয়

উত্তরঃ - ১ আগস্ট ২০২২

প্রশ্নঃ - ওডেসা কোন দেশের সমুদ্র বন্দর

উত্তরঃ - ইউক্রেন

প্রশ্নঃ - ইউক্রেনের রাজধানী কিয়েভ কোন নদীর তীরে অবস্থিত

উত্তরঃ - নিপার নদী

প্রশ্নঃ - চলমান রাশিয়া ইউক্রেন সংকট শুরু হয় কবে

উত্তরঃ - অক্টোবর ২০২১

প্রশ্নঃ - রাশিয়া কবে ইউক্রেনে হামলা শুরু করে

উত্তরঃ - ২৪ ফেব্রুয়ারি ২০২২

প্রশ্নঃ - বাংলাদেশ ব্যাংকের ১২ তম গভর্নর এর নাম কি

উত্তরঃ - বাংলাদেশ ব্যাংকের ১২ তম গভর্নর আব্দুর রউফ তালুকদার। ১২ জুলাই ২০২২ তিনি গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন

প্রশ্নঃ - বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয়

উত্তরঃ - ১ ডিসেম্বর ১৯৮০

ব্যাখ্যাঃ - বাংলাদেশ টেলিভিশন সাদাকালো সম্প্রচার শুরু করে ২৫ ডিসেম্বর ১৯৬৪ এবং রঙিন সম্প্রচার শুরু করে ১ ডিসেম্বর ১৯৮০

প্রশ্নঃ - বাংলাদেশ টেলিভিশন চালু হয় কত তারিখে

উত্তরঃ - ২৫.১২.১৯৬৪

ব্যাখ্যাঃ - বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সাদা-কালো সম্প্রচার শুরু করে ২৫ ডিসেম্বর ১৯৬৪

প্রশ্নঃ - বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক

উত্তরঃ - একতলা দোতলা (১৯৬৫ করলি.) , রচনা: মুনীর চৌধুরী

প্রশ্নঃ - বাংলাদেশ টেলিভিশনের প্রথম গান

উত্তরঃ - এই যে আকাশ নীল হলো আজ

ব্যাখ্যাঃ - "এই যে আকাশ নীল হল আজ", রচনা: আবু হেনা মোস্তফা কামাল, শিল্পী: ফেরদৌসী রহমান

প্রশ্নঃ - বাংলাদেশ টেলিভিশনের বর্তমান লোগোটির ডিজাইনার কে

উত্তরঃ - ইমদাদ হোসেন

প্রশ্নঃ - তোমাকে জিততে হবে মনে রেখো ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে!

উত্তরঃ - রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ

প্রশ্নঃ - পদ্মা সেতুতে কাজ করা একমাত্র বাঙালি নারী প্রকৌশলী

উত্তরঃ - ইশরাত জাহান

প্রশ্নঃ - পদ্মা সেতু উদ্বোধন হয়

উত্তরঃ - শনিবার, ১১ আষাঢ় ১৪২৯, ২৫ জুন ২০২২, ২৫ জিলকদ ১৪৪৩

প্রশ্নঃ - পদ্মা সেতু উদ্বোধন কত টাকা টোল দিলেন প্রধানমন্ত্রী

উত্তরঃ - ৭৫০ টাকা

ব্যাখ্যাঃ - সেতু কর্তৃপক্ষের বরাতে জানা যায়, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে টোল গুণতে হয়েছে ৭৫০ টাকা। নিজের গাড়ি বহরের সঙ্গে সবকটির টোলও তিনি দিয়েছেন। সেজন্য দিতে হয়েছে ১৬ হাজার ৪০০ টাকা।শনিবার (২৫ জুন) দুপুর ১২টা ৩৬ মিনিটে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা সংলগ্ন উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

প্রশ্নঃ - রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘পদ্মাকন্যা’ উপাধি দিলেন

উত্তরঃ - দলটির সভাপতিমণ্ডলীর সদস্য- আবদুর রহমান।

প্রশ্নঃ - পদ্মা সেতু নির্মাণে সময় লেগেছে

উত্তরঃ - ৬৬,৪৩২ ঘন্টা

প্রশ্নঃ - বিএসপিএ’র বর্ষসেরা বডি বিল্ডার অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রথম নারী বডিবিল্ডার হিসেবে বিদেশের মাটিতে খেতাব জেতা

উত্তরঃ - মাকসুদা মৌ

প্রশ্নঃ - বাগধারা কোথায় আলোচনা করা হয়

উত্তরঃ - অর্থতত্ত্ব

ব্যাখ্যাঃ - বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, শব্দ, বর্গ, বাক্যের ব্যাঞ্জনা নিয়েও অর্থতত্ত্ব আলোচনা করা হয়

প্রশ্নঃ - ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে

উত্তরঃ - ব্যাকরণ

প্রশ্নঃ - CVF

উত্তরঃ - ‘CVF’এর নতুন সভাপতি দেশ-ঘানা।গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘানার প্রেসিডেন্ট ‘আকুফো-আদ্দো’র নিকট সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন।

ব্যাখ্যাঃ - 2022

প্রশ্নঃ - সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ গ্রন্থটি কার

উত্তরঃ - হুমায়ুন আজাদ

প্রশ্নঃ - মরণোত্তর ’দ্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন-২ বাংলাদেশি শান্তিরক্ষী

উত্তরঃ - মেজর একেএম মাহমুদুল হাসান ও ল্যান্স কর্পোরাল মো. রবিউল মোল্লা।

প্রশ্নঃ - ন চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের সর্বোচ্চ পুরস্কার ‘স্বর্ণপাম’ জিতলো

উত্তরঃ - সুইডেনের সিনেমা ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’।

প্রশ্নঃ - ’উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (২০২১-২২)’ ফুটবলের শিরোপা জিতলো-

উত্তরঃ - ১৪তম বারের মতো ‘রিয়াল মাদ্রিদ’।

প্রশ্নঃ - ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের তালিকা হচ্ছে-

উত্তরঃ - # স্বর্ণপাম : ট্রায়াঙ্গেল অব স্যাডনেস (রুবেল অস্টলান্ড, সুইডেন) # গ্র্যাঁ প্রিঁ (যৌথভাবে) : স্টারস অ্যাট নুন (ক্লেয়ার ডেনি, ফ্রান্স) এবং ক্লোজ (লুকাস ডোন্ট, বেলজিয়াম)#সেরা পরিচালক : ডিসিশন টু লিভ (পার্ক চ্যান-উক, দক্ষিণ কোরিয়া)#সেরা চিত্রনাট্যকার : তারিক সালেহ (ছবি : বয় ফ্রম হ্যাভেন, সুইডেন)#সেরা অভিনেত্রী : জার আমির ইব্রাহিমি (ছবি: হলি স্পাইডার, ইরান)#সেরা অভিনেতা : সং কাং হো (ছবি: ব্রোকার, দক্ষিণ কোরিয়া)#জুরি প্রাইজ (যৌথভাবে) : দ্য এইট মাউন্টেন (ফেলিক্স ফন খ্রোনিনেন ও শার্লোট ফান্দারমিয়ার্স,#বেলজিয়াম) এবং ইও (ইয়াজি স্কলিমোস্কি, পোল্যান্ড)#এছাড়াও কান উৎসবের ৭৫ বছর পূর্তি পুরস্কার: জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেন (টরি অ্যান্ড লকিটা, বেলজিয়াম)#ক্যামেরা দ’র: জিনা গামেল ও রাইলি কিয়াও (ছবি: ওয়ার পনি, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র)#ক্যামেরা দ’র (বিশেষ সম্মান): হায়াকাওয়া চিয়ে (ছবি: প্ল্যান সেভেনটি ফাইভ, জাপান)#সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: দ্য ওয়াটার মারমার্স (জিয়ানিং চেন, চীন)#স্বল্পদৈর্ঘ্য ছবি (বিশেষ সম্মান): মেলানকলি অব মাই মাদার’স লালাবাইস (অবিনাশ বিক্রম শাহ, নেপাল)

প্রশ্নঃ - ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠে

উত্তরঃ - ১৭ মে, ২০২২ বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে

প্রশ্নঃ - কান চলচ্চিত্র উৎসবের শুরু হয়

উত্তরঃ - ১৯৪৬ সালে

প্রশ্নঃ - হিন্দি ভাষায় লেখা ‘রেত সমাধি’ উপন্যাসের ইংরেজি অনুবাদ ‘টম্ব অব স্যান্ড’-এর জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন ভারতীয় লেখক

উত্তরঃ - গীতাঞ্জলি শ্রী

প্রশ্নঃ - আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি’-এর পরবর্তী (৯ম) আসর অনুষ্ঠিত হবে

উত্তরঃ - ২০২৫ সালে পাকিস্তানে।১০ম আসর অনুষ্ঠিত হবে ২০২৯ সালে ভারতে।

প্রশ্নঃ - Mujib: The Making of a Nation ( মুজিব: একটি জাতির রূপকার)

উত্তরঃ - directed by Shyam Benegal. It stars Arifin Shuvoo as Sheikh Mujibur Rahman,

প্রশ্নঃ - আন্তর্জাতিক পেশাদার বক্সিং এ বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়ী ঢাবি ছাত্র

উত্তরঃ - সুরো কৃষ্ণ চাকমা

প্রশ্নঃ - দেশেই তৈরি হলো হেপাটাইটিস-বি ভাইরাসের ওষুধ ‘

উত্তরঃ - ‘ন্যাসভ্যাক’

প্রশ্নঃ - ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে প্রকাশিত নতুন কমিক বই :

উত্তরঃ - ‘পলিটিক্যাল পাওয়ার : ভলোদিমির জেলেনস্কি।লেখক- মাইকেল ফ্রিজেল।

প্রশ্নঃ - 'b' এর ASCII Value কত

উত্তরঃ - 98

ব্যাখ্যাঃ - A-Z এর ASCII Value ' 65-90' এবং 'a-z' এর ASCII Value '97-122'। সুতরাং b এর ASCII Value 98।

প্রশ্নঃ - কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে রণ সঙ্গীত এর কত চরণ বাজানো হয়

উত্তরঃ - ২১ চরণ,

ব্যাখ্যাঃ - রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ৪ চরণ, রণ সঙ্গীত ২১ চরণ বাজানো হয়

প্রশ্নঃ - জাতীয় সংসদের আসন বিন্যাস

উত্তরঃ - বাংলাদেশের 300 টি একক নির্বাচনী এলাকায় বিভক্ত। জাতীয় সংসদের এক নং আসন পঞ্চগড় জেলায় এবং 300 নং আসন বান্দরবান জেলায়। ঢাকা জেলায় জাতীয় সংসদের সবচেয়ে বেশি আসন রয়েছে (২০ টি)। সবচেয়ে কম জাতীয় সংসদের আসন রয়েছে রাঙ্গামাটি একটি, খাগড়াছড়ি একটি, এবং বান্দরবান একটি ।

প্রশ্নঃ - পি এল ও (PLO) কখন গঠিত হয়

উত্তরঃ - ১৯৬৪ সালে

প্রশ্নঃ - PLO কী

উত্তরঃ - প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন( Palestine Liberation organisation) সংক্ষেপে পি.এল.ও (PLO) একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়।

ব্যাখ্যাঃ - ১৯৭৪ সাল থেকে পি এল ও জাতিসংঘের পর্যবেক্ষক এর মর্যাদা ভোগ করছে। পশ্চিম তীরের রামাল্লায় পি এল ও এর সদর দপ্তর অবস্থিত।

প্রশ্নঃ - PLA কী

উত্তরঃ - চীনের বৃহত্তম সেনাবাহিনী , People's Liberation Army (PLA)

প্রশ্নঃ - ওয়াশিংটন ডিসি এখানে ডিসি মানে কি

উত্তরঃ - ডি.সি মানে ডিসট্রিক্ট অফ কলাম্বিয়া (District of Columbia, সংক্ষেপে D.C. ডি. ... সি.)

ব্যাখ্যাঃ - এটি ডিসট্রিক্ট অফ কলাম্বিয়া (District of Columbia, সংক্ষেপে D.C. ডি. ... সি.) নামক একটি বিশেষ কেন্দ্রশাসিত জেলাতে অবস্থিত।

প্রশ্নঃ - নিষিদ্ধ দেশ

উত্তরঃ - তিব্বত

ব্যাখ্যাঃ - নিষিদ্ধ শহর -লাসা (তিব্বত)

প্রশ্নঃ - ইউরোপের ককপিট

উত্তরঃ - বেলজিয়াম

ব্যাখ্যাঃ - ইউরোপের রণক্ষেত্র- বেলজিয়াম, ইউরোপের ক্রিয়া ক্ষেত্রে- সুইজারল্যান্ড, ইউরোপের প্রবেশদ্বার- লন্ডন, রটার্ডাম, লিসবন

প্রশ্নঃ - প্রাচ্যের ম্যানচেস্টার

উত্তরঃ - ওসাকা

প্রশ্নঃ - উত্তরের ভেনিস

উত্তরঃ - স্টকহোম

প্রশ্নঃ - প্রাচ্যের ভেনিস

উত্তরঃ - বরিশাল, ব্যাংকক, ওসাকা

প্রশ্নঃ - দ্বন্দ্ব সমাসের সঠিক বিপরীত সমাস কোনটি

উত্তরঃ - বহুব্রীহি

প্রশ্নঃ - বাংলা একাডেমির মূল মিলনায়তনের নাম কি

উত্তরঃ - আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে

প্রশ্নঃ - বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক নিযুক্ত হন কে

উত্তরঃ - অধ্যাপক মাযহারুল ইসলাম

ব্যাখ্যাঃ - স্বাধীনতা যুদ্ধের পর 1972 সালে বাংলা একাডেমির প্রধান নির্বাহী হিসেবে মহা পরিচালকের পদ সৃষ্টি করা হয় এবং অধ্যাপক মাজহারুল ইসলাম প্রথম মহাপরিচালক নিযুক্ত হন।

প্রশ্নঃ - বাংলা একাডেমি বাংলা কত তারিখে প্রতিষ্ঠিত হয়

উত্তরঃ - ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ

ব্যাখ্যাঃ - বাংলা একাডেমি বাঙালি জাতিসত্ত্বার প্রতীক। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট 1955 সালের 3 ডিসেম্বর ( ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রাহায়ন) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত বর্ধমান হাউজ এটি প্রতিষ্ঠিত হয়। এর স্বপ্নদ্রষ্টা ছিলেন ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ।

প্রশ্নঃ - বাংলাদেশ কপিরাইট আইন প্রণীত হয় কত সালে

উত্তরঃ - ২০০০ সালে

প্রশ্নঃ - তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ

উত্তরঃ - অনন্ত প্রেম

প্রশ্নঃ - হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি

উত্তরঃ - মহামহোপাধ্যায়

ব্যাখ্যাঃ - মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী (৬ ডিসেম্বর, ১৮৫৩ – ১৭ নভেম্বর, ১৯৩১) ছিলেন বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা। তার আসল নাম ছিল হরপ্রসাদ ভট্টাচার্য। তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আবিষ্কর্তা।জন্ম: হরপ্রসাদ ভট্টাচার্য; ৬ ডিসেম্বর, ১৮৫৩; কুমিরা, খুলনা, বাংলা প্রদেশ, ব্রিটিশ ভারতউল্লেখযোগ্য রচনাবলি: বাল্মীকির জয়, মেঘদূত ব্যাখ্যা, বেণের মেয়ে, কাঞ্চনমালা, সচিত্র র...মৃত্যু: ১৭ নভেম্বর, ১৯৩১)

প্রশ্নঃ - ঐ ক্ষেপেছে পাগলী মায়ের দামাল ছেলে- কে এই দামাল ছেলে

উত্তরঃ - কামাল পাশা

ব্যাখ্যাঃ - কামাল পাশা কবিতার রচয়িতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

প্রশ্নঃ - কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়

উত্তরঃ - ১৮৬৫

ব্যাখ্যাঃ - এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। ১৮৬৫ সালের মার্চ মাসে এই উপন্যাসটি প্রকাশিত হয়। দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্রের চব্বিশ থেকে ছাব্বিশ বছর বয়সের রচনা। ... ষোড়শ শতাব্দীর শেষভাগে উড়িষ্যার অধিকারকে কেন্দ্র করে মোঘল ও পাঠানের সংঘর্ষের পটভূমিতে এই উপন্যাস রচিত হয়।লেখক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়প্রকাশনার তারিখ: ১৮৬৫ইংরেজিতে প্রকাশিত: ১৮৮০

প্রশ্নঃ - মনসা দেবী কে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি

উত্তরঃ - পদ্মপুরাণ

ব্যাখ্যাঃ - বিজয় গুপ্ত (১৫ শতক) মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। পদ্মাপুরাণ নামক মনসামঙ্গল কাব্য রচনা করে তিনি মঙ্গলকাব্যের ইতিহাসে অমর হয়ে আছেন। তাঁর কাব্যের ভণিতা থেকে কাব্য রচনার কাল পাওয়া যায় ১৪৯৪ খ্রিষ্টাব্দ। এ থেকে অনুমান করা হয় যে, বিজয় গুপ্ত পনেরো শতকের মধ্যভাগে আবির্ভূত হয়েছিলেন। বরিশালের ঘাঘর ও ঘণ্টেশ্বরী নদীর মধ্যবর্তী ফুল্লশ্রী গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সনাতন এবং মাতার নাম রুক্মিণী।মনসামঙ্গলের শতাধিক কবির মধ্যে কানা হরিদত্ত প্রথম এবং বিজয় গুপ্ত দ্বিতীয়। হরিদত্তের কাব্য ভাবে-ভাষায় দুর্বল। তাই বিজয় গুপ্তের পদ্মাপুরাণই সমধিক পরিচিত ও সমাদৃত। বিজয় গুপ্ত মনসাদেবীর স্বপ্নাদেশ লাভ করে কাব্যরচনায় ব্রতী হন।

প্রশ্নঃ - মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় - কে রচনা করেন এই কাব্যাংশ

উত্তরঃ - জীবনানন্দ দাশ

ব্যাখ্যাঃ - জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা/মানুষের মৃত্যু হ’লে

প্রশ্নঃ - মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে

উত্তরঃ - শঙ্খ ঘোষ

প্রশ্নঃ - সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কি

উত্তরঃ - বৃহৎ বিষয়

প্রশ্নঃ - চিকিৎসাশাস্ত্র কোন সমাস

উত্তরঃ - কর্মধারায়

প্রশ্নঃ - ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন

উত্তরঃ - পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।

ব্যাখ্যাঃ - সংস্কৃত পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী। তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। পাঁচ বছর বয়সে ঈশ্বরচন্দ্রকে গ্রামের পাঠশালায় পাঠানো হয় । ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শর্মা২৬ সেপ্টেম্বর ১৮২০বীরসিংহ গ্রাম, হুগলি জেলা, বাংলা প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত(অধুনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায়)

প্রশ্নঃ - মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে

উত্তরঃ - ১৯২৬ সালের ১৯ জানুয়ারি

ব্যাখ্যাঃ - মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। ... মুসলিম সাহিত্য সমাজের কর্ণধার ছিলেন কাজী মোতাহার হোসেন, কাজী আবদুল ওদুদ এবং আবুল হুসেন।

প্রশ্নঃ - দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত

উত্তরঃ - সাতক্ষীরায়

ব্যাখ্যাঃ - দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ একটি দ্বীপ। এটি হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত। দিদির অন্য নাম পূর্বাশা। ভারত দ্বীপটির নামকরণ করেছিল নিউমুর। 2010 সালের মার্চ মাসে দ্বীপটি তলিয়ে যায়।

প্রশ্নঃ - বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি

উত্তরঃ - ভোলা

ব্যাখ্যাঃ - ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ। পূর্ব নাম দক্ষিণ শাহবাজপুর। মেঘনা নদীর মোহনায় অবস্থিত। ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। পর্যটনশিল্পের প্রচারর্থে ভোলা জেলার নিজস্ব ব্র্যান্ডিংয়ের জন্য দ্বীপটির নাম বাংলাদেশের দ্বীপের রানী(Queen Island of Bangladesh) করা হয়েছে।

প্রশ্নঃ - নিঝুম দ্বীপের আয়তন কত

উত্তরঃ - ৮১ বর্গ কিলোমিটার

প্রশ্নঃ - নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত

উত্তরঃ - হাতিয়া

ব্যাখ্যাঃ - নিঝুম দ্বীপ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। এটি মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত। দ্বীপটির পূর্বনাম বাউলার চর, বালুয়ারচর, চর ওসমান।

প্রশ্নঃ - বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি

উত্তরঃ - সেন্টমার্টিন

ব্যাখ্যাঃ - সেন্ট মার্টিনস্ দ্বীপ বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ। এটি টেকনাফ সমুদ্র উপকূল হতে নয় কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মধ্যে অবস্থিত। সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা। সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণাংশ ছেড়া দ্বীপ নামে পরিচিত।

প্রশ্নঃ - বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি

উত্তরঃ - মহেশখালী

ব্যাখ্যাঃ - মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। আদিনাথ মন্দির এই দিকে অবস্থিত। মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

প্রশ্নঃ - বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি

উত্তরঃ - সুন্দরবন

ব্যাখ্যাঃ - গাঙ্গেয় ব-দ্বীপ (বঙ্গীয় ব-দ্বীপ বা সুন্দরবন ব-দ্বীপ, ইংরেজি: Ganges Delta বা, Bengal Delta) দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি ব-দ্বীপ যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ নিয়ে গঠিত। এটি পৃথিবীর বৃহত্তম নদী ভিত্তিক ব-দ্বীপ।

প্রশ্নঃ - পদ্মা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়

উত্তরঃ - ১৫ ডিসেম্বর ২০১৫

প্রশ্নঃ - ঢাকা পূর্ব বাংলার রাজধানী হয়

উত্তরঃ - ১৯৪৭ সালে

প্রশ্নঃ - মহাশ্মশান মহাকাব্যটি যে পত্রিকায় প্রকাশিত হয়

উত্তরঃ - কোহিনুর

প্রশ্নঃ - শিখা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন

উত্তরঃ - আবুল হুসেন

প্রশ্নঃ - প্রথম বাংলা পত্র সাহিত্য

উত্তরঃ - লিপিমালা

প্রশ্নঃ - পাকিস্তানি বর্বরতার খবর বহির্বিশ্বের কোন পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়

উত্তরঃ - The Daily Telegraph; ৩০ মার্চ ১৯৭১

প্রশ্নঃ - কোন সাংবাদিক পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন

উত্তরঃ - সাইমন ড্রিং (যুক্তরাজ্য)

প্রশ্নঃ - বিদেশের মাটিতে প্রথম বারের মতো বাংলাদেশের পতাকা উড়ানো হয় কবে

উত্তরঃ - ১৮ এপ্রিল ১৯৭১; কলকাতায় পাকিস্তানি ডেপুটি হাইকমিশনে

প্রশ্নঃ - মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন কে

উত্তরঃ - উ থান্ট (মিয়ানমার)

প্রশ্নঃ - টুইটারে সর্বোচ্চ যত অক্ষরের খুদে বার্তা পোস্ট করা যায়

উত্তরঃ - ২৮০ অক্ষর

প্রশ্নঃ - বাংলাদেশের প্রথম অনলাইন শপ চালু হয়

উত্তরঃ - ২০০০ সালে

প্রশ্নঃ - মোবাইল ফোনের জনক বলা হয়

উত্তরঃ - মার্টিন কুপার কে

প্রশ্নঃ - @ চিহ্ন প্রথম ব্যবহার করেন

উত্তরঃ - রে টমলিনসন

প্রশ্নঃ - ১১ নং সেক্টর এর সেক্টর কমান্ডার ছিলেন

উত্তরঃ - মেজর আবু তাহের ও স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহ খান

প্রশ্নঃ - ৯ নং সেক্টর এর সেক্টর কমান্ডার ছিলেন

উত্তরঃ - মেজর এম এ জলিল মিঞা

প্রশ্নঃ - ৮ নং সেক্টর এর সেক্টর কমান্ডার ছিলেন

উত্তরঃ - মেজর আবু ওসমান চৌধুরী ও মেজর এম এ মঞ্জুর

প্রশ্নঃ - ৭ নং সেক্টর এর সেক্টর কমান্ডার ছিলেন

উত্তরঃ - মেজর নাজমুল হক ও মেজর কাজী নুরুজ্জামান

প্রশ্নঃ - ৬ নং সেক্টর এর সেক্টর কমান্ডার ছিলেন

উত্তরঃ - উইং কমান্ডার খাদেমুল বাশার

প্রশ্নঃ - ৫ নং সেক্টর এর সেক্টর কমান্ডার ছিলেন

উত্তরঃ - মেজর মীর শওকত আলী

প্রশ্নঃ - ৪ নং সেক্টর এর সেক্টর কমান্ডার ছিলেন

উত্তরঃ - মেজর সি আর দত্ত

প্রশ্নঃ - ৩ নং সেক্টর এর সেক্টর কমান্ডার ছিলেন

উত্তরঃ - মেজর কে এম সফিউল্লাহ ও ক্যাপ্টেন এ এন এম নুরুজ্জামান

প্রশ্নঃ - ২ নং সেক্টর এর সেক্টর কমান্ডার কে ছিলেন

উত্তরঃ - মেজর খালেদ মোশাররফ ও ক্যাপ্টেন এ টি এম হায়দার

প্রশ্নঃ - ১ নং সেক্টর এর সেক্টর কমান্ডার কে ছিলেন

উত্তরঃ - মেজর জিয়াউর রহমান ও মেজর রফিকুল ইসলাম

প্রশ্নঃ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য

উত্তরঃ - পি জে হার্টগ

প্রশ্নঃ - মুক্তিযুদ্ধের সময় ৬ নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন

উত্তরঃ - উইং কমান্ডার এম কে বাশার

প্রশ্নঃ - মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম শত্রুমুক্ত হয় কোন জেলা

উত্তরঃ - যশোর ( ৬ ডিসেম্বর ১৯৭১)