প্রশ্নঃ - জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়

উত্তরঃ - ১০ ফেব্রুয়ারি ১৯৭২

প্রশ্নঃ - জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজী অনুবাদ কে

উত্তরঃ - সৈয়দ আলী আহসান

প্রশ্নঃ - মুজিব নগর দিবস পালিত হয়

উত্তরঃ - ১৭ এপ্রিল

প্রশ্নঃ - জেল হত্যা দিবস পালিত হয়

উত্তরঃ - ৩ নভেম্বর

প্রশ্নঃ - জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়

উত্তরঃ - ১৬ ডিসেম্বর ১৯৭২

প্রশ্নঃ - উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয়

উত্তরঃ - ৭ নভেম্বর ১৯৮২

প্রশ্নঃ - বাংলাদেশ পুলিশ একাডেমি প্রতিষ্ঠিত হয়

উত্তরঃ - ১৯১২ সালে

প্রশ্নঃ - বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন

উত্তরঃ - এ এন হামিদ উল্লাহ

প্রশ্নঃ - মুক্তিযুদ্ধের সময় ৬নং হেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন

উত্তরঃ - উইং কমান্ডার এম কে বাশার

প্রশ্নঃ - কলম সর্বপ্রথম কবে এবং কে আবিষ্কার করেন

উত্তরঃ - আধুনিককালের প্রথম কলম আবিষ্কার হয় ১৭৮০ সালে ইংল্যান্ডে। এর অনেক পরে ১৮৮৪ সালে এর ই ওয়াটারম্যান ফাউন্টেন পেন বা ঝর্না কলম আবিষ্কার করেন। ৩০ অক্টোবর ১৮৮৮ জন জে লাউড প্রথম বলপেনের পেটেন্ট লাভ করেন।

প্রশ্নঃ - ভ্রমণকারী বন্ধু কার ছদ্মনাম ছিল

উত্তরঃ - কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত

ব্যাখ্যাঃ - কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত এর ছদ্মনাম ভ্রমণকারী বন্ধু। তিনি গ্রামে গ্রামে ঘুরে কবিগান বাঁধছেন বলেই তার এরূপ ছদ্মনাম।

প্রশ্নঃ - V-SAT

উত্তরঃ - Very Small Aperture Terminal

প্রশ্নঃ - ব্লুটুথ(Bluetooth) কার নামানুসারে নামকরণ করা হয়

উত্তরঃ - ডেনমার্ক এবং নরওয়ের রাজা Harald Bluetooth (রাজত্বকাল: ৯৫৮-৯৮৬ খ্রি.) এর নাম অনুসারে Bluetooth এর নামকরণ করা হয়।

প্রশ্নঃ - ওয়াইফাই(WiFi) এর জনক কে

উত্তরঃ - ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেস

প্রশ্নঃ - WiFi

উত্তরঃ - Wireless fidelity

প্রশ্নঃ - WiMAX

উত্তরঃ - World wide interoperability for Microwave Access

প্রশ্নঃ - চুম্বুক সব সময় অবস্থান করে

উত্তরঃ - উত্তর-দক্ষিণ বরাবর

প্রশ্নঃ - সাধারণ বৈদ্যুতিক বাতিতে বিদ্যুৎ অপচয় এর কারণ

উত্তরঃ - তাপ সৃষ্টি

প্রশ্নঃ - কর্ণফুলী জলবিদ্যুৎ স্টেশনে বিদ্যুৎ উৎপাদনের জন্য কতটি টারবাইন আছে

উত্তরঃ - পাঁচটি

প্রশ্নঃ - বিদ্যুৎ বিল পরিশোধ করার সময় আমরা যার জন্য বিল পরিশোধ করি তা হল

উত্তরঃ - শক্তি

প্রশ্নঃ - সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়

উত্তরঃ - নাইট্রোজেন

ব্যাখ্যাঃ - বৈদ্যুতিক বাল্বের ভিতর নাইট্রোজেন গ্যাস ব্যবহারের ফলে ফিলামেন্টের তাপমাত্রা ২৭০০°C এর বেশি উঠতে পারে না। ফলে ফিলামেন্ট গলে যায় না। বাল্বে নাইট্রোজেন, আর্গন ভরা থাকলে ফিলামেন্ট বাষ্পীভবন কম হয়। এতে বাল্ব এর স্থায়িত্ব বাড়ে।

প্রশ্নঃ - সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস ব্যবহৃত হয়

উত্তরঃ - আর্গন

ব্যাখ্যাঃ - সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর আর্গন গ্যাস ব্যবহৃত হয়। নিষ্ক্রিয় গ্যাস সমূহের মধ্যে বায়ুতে আর্গনের পরিমাণ সবচেয়ে বেশি হওয়ায় এটি সবচেয়ে সস্তা, বৈদ্যুতিক বাল্বে উচ্চতাপে টাংস্টেন তারটি যেন জারিত হয়ে না যায়, তার জন্য নিষ্ক্রিয় গ্যাস আর্গন ব্যবহৃত হয়।

প্রশ্নঃ - এক্সেলে একটি ওয়ার্কশিটে মোট সেলের সংখ্যা কত

উত্তরঃ - ১,৬৭,৭৭,২১৬ টি

প্রশ্নঃ - এক্সেলে মোট কলামের সংখ্যা কত

উত্তরঃ - ২৫৬ টি

প্রশ্নঃ - এক্সেলে মট সারির সংখ্যা কত

উত্তরঃ - ৬৫,৫৩৬ টি

প্রশ্নঃ - পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন কে

উত্তরঃ - মোসলে, ১৯১৩

প্রশ্নঃ - শুষ্ক কোষ আবিষ্কার করেন কে

উত্তরঃ - জার্জেস লেকল্যান্স,১৮৬৪

প্রশ্নঃ - বৈদ্যুতিক কোষ আবিষ্কার করেন কে

উত্তরঃ - আলেসান্দ্রো ভোল্টা, ১৮০০

প্রশ্নঃ - নিউট্রন আবিষ্কার করেন কে

উত্তরঃ - চ্যাডউইক,১৯৩২

প্রশ্নঃ - প্রোটন আবিষ্কার করেন কে

উত্তরঃ - রাদারফোর্ড, ১৯১১

প্রশ্নঃ - ইলেকট্রন আবিষ্কার করেন কে

উত্তরঃ - থমসন,১৮৯৭

প্রশ্নঃ - হাইড্রোজেন আবিষ্কার করেন কে

উত্তরঃ - হেনরি ক্যাভেন্ডিস, ১৭৬৬

প্রশ্নঃ - অক্সিজেন আবিষ্কার করেন কে

উত্তরঃ - জোসেফ প্রিস্টলি,১৭৭৪

প্রশ্নঃ - পরমাণু অবিভাজ্য তাদের সৃষ্টি বা ধ্বংস নেই' মতবাদটির প্রবক্তা কে

উত্তরঃ - জন ডাল্টন

প্রশ্নঃ - পর্যায় সারণির জনক বলা হয় কাকে

উত্তরঃ - দিমিত্রি মেন্ডেলিফ কে

প্রশ্নঃ - জাইরো কম্পাস

উত্তরঃ - জাহাজের দিক নির্ণয়ের যন্ত্র

প্রশ্নঃ - রেইনগেজ

উত্তরঃ - বৃষ্টি পরিমাপক যন্ত্র

প্রশ্নঃ - হাইড্রোফোন

উত্তরঃ - পানির তলায় শব্দ নিরূপণের যন্ত্র

প্রশ্নঃ - হাইড্রোমিটার

উত্তরঃ - তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় যন্ত্র

প্রশ্নঃ - সেক্সট্যান্ট

উত্তরঃ - সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র

প্রশ্নঃ - স্টেথোস্কোপ

উত্তরঃ - হৃদপিণ্ড ও ফুসফুসের শব্দ নিরূপক যন্ত্র

প্রশ্নঃ - স্ফিগমোম্যানোমিটার

উত্তরঃ - মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র

প্রশ্নঃ - সিসমোগ্রাফ

উত্তরঃ - ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র

প্রশ্নঃ - ক্রেস্কোগ্রাফ

উত্তরঃ - উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র

প্রশ্নঃ - ল্যাকটোমিটার

উত্তরঃ - দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র

প্রশ্নঃ - ম্যানোমিটার

উত্তরঃ - গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র

প্রশ্নঃ - ব্যারোমিটার

উত্তরঃ - বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র

প্রশ্নঃ - ফ্যাদোমিটার

উত্তরঃ - সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র

প্রশ্নঃ - পেরিস্কোপ

উত্তরঃ - সাবমেরিন থেকে সমুদ্রের উপরের জাহাজ দেখার যন্ত্র

প্রশ্নঃ - ড্রেজার

উত্তরঃ - পানির নিচের মাটি কাটার যন্ত্র

প্রশ্নঃ - ট্যাকোমিটার

উত্তরঃ - উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র

প্রশ্নঃ - জেনারেটর

উত্তরঃ - যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করার যন্ত্র

প্রশ্নঃ - গ্যালভানোমিটার

উত্তরঃ - ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব নির্ণায়ক যন্ত্র

প্রশ্নঃ - ক্রোনোমিটার

উত্তরঃ - সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক যন্ত্র বা সূক্ষ্মভাবে সময় পরিমাপ করার যন্ত্র

প্রশ্নঃ - কার্ডিওগ্রাফ

উত্তরঃ - হৃদপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্র

প্রশ্নঃ - ক্যালরিমিটার

উত্তরঃ - তাপ পরিমাপক যন্ত্র

প্রশ্নঃ - ওডোমিটার

উত্তরঃ - মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র

প্রশ্নঃ - অডিওমিটার

উত্তরঃ - শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র

প্রশ্নঃ - এনিমোমিটার

উত্তরঃ - বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র

প্রশ্নঃ - অ্যামিটার

উত্তরঃ - বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র

প্রশ্নঃ - অলটিমিটার

উত্তরঃ - উচ্চতা নির্ণায়ক যন্ত্র

প্রশ্নঃ - রাডার আবিষ্কার করেন কে

উত্তরঃ - এ এইচ টেলর এবং লিও সি ইং, ১৯২২

প্রশ্নঃ - ডিনামাইট আবিষ্কার করেন কে

উত্তরঃ - আলফ্রেড নোবেল, ১৮৬২

প্রশ্নঃ - ফিশন আবিষ্কার করেন কে

উত্তরঃ - অটোহ্যান, ১৯৩৮

প্রশ্নঃ - তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে

উত্তরঃ - হেনরি বেকেরেল, ১৮৯৬

প্রশ্নঃ - লেজার আবিষ্কার করেন কে

উত্তরঃ - টি এইচ মাইমেন,১৯৬০

প্রশ্নঃ - x-ray আবিষ্কার করেন কে

উত্তরঃ - রন্টজেন, ১৮৯৫

প্রশ্নঃ - ডায়নামো আবিষ্কার করেন কে

উত্তরঃ - মাইকেল ফ্যারাডে, ১৮৩১

প্রশ্নঃ - থার্মোমিটার আবিষ্কার করেন কে

উত্তরঃ - গ্যালিলিও, ১৫৯৩

প্রশ্নঃ - কম্পিউটার আবিষ্কার করেন কে

উত্তরঃ - হাওয়ার্ড আইকেন, ১৯৩৯

প্রশ্নঃ - বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে

উত্তরঃ - টমাস আলভা এডিসন , ১৮৭৮

প্রশ্নঃ - ফনোগ্রাফ আবিষ্কার করেন কে

উত্তরঃ - টমাস আলভা এডিসন, ১৮৭৮

প্রশ্নঃ - রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেন কে

উত্তরঃ - স্টিফেনসন

প্রশ্নঃ - পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে

উত্তরঃ - নিকোলাস অটো

প্রশ্নঃ - ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন কে

উত্তরঃ - রুডলফ ডিজেল

প্রশ্নঃ - রেফ্রিজারেটর আবিষ্কার করেন কে

উত্তরঃ - জেমস হ্যারিসন

প্রশ্নঃ - রেডিও আবিষ্কার করেন কে

উত্তরঃ - জি. মার্কিনী

প্রশ্নঃ - মাইক্রোফোন আবিষ্কার করেন কে

উত্তরঃ - আলেকজান্ডার গ্রাহাম বেল

প্রশ্নঃ - টেলিফোন আবিষ্কার করেন কে

উত্তরঃ - আলেকজান্ডার গ্রাহাম বেল

প্রশ্নঃ - টেলিভিশন আবিষ্কার করেন কে

উত্তরঃ - জন লগি বেয়ার্ড

প্রশ্নঃ - বাষ্প চালিত ইঞ্জিন আবিষ্কার করেন কে

উত্তরঃ - জেমস ওয়াট

প্রশ্নঃ - ক্যালকুলেটর আবিষ্কার করেন কে

উত্তরঃ - গটফ্রাইড উইলহেম লিমানিজ

প্রশ্নঃ - টেলিস্কোপ আবিষ্কার করেন কে

উত্তরঃ - গ্যালিলিও

প্রশ্নঃ - বিদ্যুৎ আবিষ্কার করেন কে

উত্তরঃ - উইলিয়াম গিলবার্ট

প্রশ্নঃ - প্লবতা আবিষ্কার করেন কে

উত্তরঃ - আর্কিমিডিস

প্রশ্নঃ - SMS

উত্তরঃ - Short Message Service

প্রশ্নঃ - ভোলাটাইল বা উদ্বায়ী মেমোরি

উত্তরঃ - বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমোরির তথ্য মুছে যায় তাকেই উদ্বায়ী স্মৃতি বা ভোলাটাইল মেমোরি বলে।যেমন-RAM

প্রশ্নঃ - শব্দ দৈর্ঘ্য

উত্তরঃ - কম্পিউটারের ওপর নির্ভর করে শব্দের সাইজ। কোন শব্দে যতগুলো বিট থাকে সেই বিটের সংখ্যাকে বলে শব্দ দৈর্ঘ্য।

প্রশ্নঃ - বাইট(Byte) কি

উত্তরঃ - ৮ বিটের কোড দিয়ে যে কোন বর্ণ, অংক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়ে থাকে ৮টি বিট দিয়ে গঠিত শব্দ কে বাইট(Byte) বলা হয়।

ব্যাখ্যাঃ - বাইট হলো বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক। কম্পিউটারের স্মৃতি ধারণ ক্ষমতার বাইটে প্রকাশ করা হয়। Each bit represents a signal. Each byte represents a character.

প্রশ্নঃ - বিট কি

উত্তরঃ - বাইনারি নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত ০ এবং ১ এর অংক দুটির প্রত্যেকটি কে একটি বিট বলা হয়।

ব্যাখ্যাঃ - ইংরেজি বাইনারি (binary) শব্দের Bi এবং (digit) শব্দের t নিয়ে বিট(bit) শব্দটি গঠিত। মেমোরি ধারণ ক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।

প্রশ্নঃ - কম্পিউটারের স্মৃতি কাকে বলে

উত্তরঃ - কম্পিউটারের ডেটা, তথ্য, প্রোগ্রাম ইত্যাদি স্থায়ী বা অস্থায়ী ভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত ডিভাইসকে বলা হয় কম্পিউটার মেমোরি বা স্মৃতি। মেমোরি লক্ষ-লক্ষ স্মৃতি কোষ নিয়ে গঠিত।

প্রশ্নঃ - জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র

উত্তরঃ - জাইরো কম্পাস

প্রশ্নঃ - পানির তলায় তেলের সঞ্চয় নির্ণায়ক যন্ত্র

উত্তরঃ - গ্রাডি মিটার

প্রশ্নঃ - বৃষ্টি পরিমাপক যন্ত্র

উত্তরঃ - রেইনগেজ

প্রশ্নঃ - পানির তলায় শব্দ নিরূপণের যন্ত্র

উত্তরঃ - হাইড্রোফোন

প্রশ্নঃ - তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ক যন্ত্র

উত্তরঃ - হাইড্রোমিটার

প্রশ্নঃ - সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র

উত্তরঃ - সেক্সট্যান্ট

প্রশ্নঃ - হৃদপিণ্ড ও ফুসফুসের শব্দ নিরূপক যন্ত্র

উত্তরঃ - স্টেথোস্কোপ

প্রশ্নঃ - মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র

উত্তরঃ - স্ফিগমোম্যানোমিটার

প্রশ্নঃ - ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র

উত্তরঃ - সিসমোগ্রাফ