প্রশ্নঃ - দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র

উত্তরঃ - ল্যাকটোমিটার

প্রশ্নঃ - গ্যাসের চাপ নির্ণয় যন্ত্র

উত্তরঃ - ম্যানোমিটার

প্রশ্নঃ - বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র

উত্তরঃ - ব্যারোমিটার

প্রশ্নঃ - সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র

উত্তরঃ - ফ্যাদোমিটার

প্রশ্নঃ - সাবমেরিন থেকে সমুদ্রের উপরের জাহাজ দেখার যন্ত্র

উত্তরঃ - পেরিস্কোপ

প্রশ্নঃ - উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র

উত্তরঃ - ট্যাকোমিটার

প্রশ্নঃ - পানির নিচে মাটি কাটার যন্ত্র

উত্তরঃ - ড্রেজার

প্রশ্নঃ - যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরকরণ যন্ত্র

উত্তরঃ - জেনারেটর

প্রশ্নঃ - ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয়ক যন্ত্র

উত্তরঃ - গ্যালভানোমিটার

প্রশ্নঃ - সমুদ্রের দ্রাঘিমা নির্ণয় যন্ত্র বা সূক্ষ্মভাবে সময় পরিমাপ করার যন্ত্র

উত্তরঃ - ক্রোনোমিটার

প্রশ্নঃ - হৃদপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্র

উত্তরঃ - কার্ডিওগ্রাফ

প্রশ্নঃ - তাপ পরিমাপক যন্ত্র

উত্তরঃ - ক্যালরিমিটার

প্রশ্নঃ - মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র

উত্তরঃ - ওডোমিটার

প্রশ্নঃ - শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র

উত্তরঃ - অডিওমিটার

প্রশ্নঃ - বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র

উত্তরঃ - অ্যানিমোমিটার

প্রশ্নঃ - বিদ্যুৎ প্রবাহ মাপাক যন্ত্র

উত্তরঃ - অ্যামিটার

প্রশ্নঃ - উচ্চতা নির্ণয়ের যন্ত্র

উত্তরঃ - অলটিমিটার

প্রশ্নঃ - UNICODE এর পুরো নাম কি

উত্তরঃ - Unicode এর পুরো নাম হল universal code

ব্যাখ্যাঃ - Unicode হলো 16 বিটের কোড যার সাহায্যে ৬৫৫৩৬ টি কোড গ্রুপ তৈরি করা যায়। Apple computer corporation and xrox corporation‌ এর বিভিন্ন প্রকৌশলী ১৯৯১ সালে ইউনিকোড আবিষ্কার করেন। কম্পিউটার টেকনোলজি তে ইউনিকোডকে কোড পয়েন্ট (code point) বলা হয়।

প্রশ্নঃ - EBCDIC

উত্তরঃ - Extended binary coded decimal information code

ব্যাখ্যাঃ - EBCDIC(Extended binary coded decimal information code) কোড: আইবিএম কোম্পানি কর্তৃক উদ্ভাবিত একটি ৮ বিট আলফানিউমেরিক কোড। এ কোড দ্বারা ২৫৬ টি অদ্বিতীয় অংক, অক্ষর এবং চিহ্ন প্রকাশ করা যায়।

প্রশ্নঃ - ASCII

উত্তরঃ - American standard code for information interchange

ব্যাখ্যাঃ - ১৯৬৩ সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট কর্তৃক ASCII কোডটি আবিষ্কৃত হয়। ASCII-7 কোডের মাধ্যমে ১২৮ কি এবং ASCII-8 কোর্ডের মাধ্যমে ২৫৬ কি বিভিন্ন অঙ্ক, অক্ষর সহ বিভিন্ন চিহ্ন এবং আরো কতগুলো বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।

প্রশ্নঃ - BCD

উত্তরঃ - Binary coded decimal

প্রশ্নঃ - কোড

উত্তরঃ - বাইনারি সংখ্যার সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন প্রকার সংখ্যা, বর্ণ, অক্ষর, চিহ্ন, শব্দ, বিশেষ চিহ্ন অর্থাৎ বিভিন্ন প্রকার উপাত্তকে অদ্বিতীয় সংকেত এর মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি হল কোড। কম্পিউটারের প্রক্রিয়াকরণের কাজ সম্পাদনের প্রয়োজনে এ ধরনের নির্দিষ্ট সংকেতে রূপান্তরের পদ্ধতিকে বলা হয় এনকোডিং(Encoding)। কম্পিউটারের উপাত্ত বা ডাটা প্রক্রিয়াকরণের পর ফলাফল বা আউটপুট মানুষের বোধগম্য করার জন্য আবার আউটপুটকে সংখ্যা, বর্ণ, বা বিশেষ চিহ্ন রূপান্তর করা হয়। এই পদ্ধতিকে বলা হয় ডিকোডিং(Decoding)।

প্রশ্নঃ - LSB

উত্তরঃ - Least significant bit

প্রশ্নঃ - MSB

উত্তরঃ - Most significant bit

প্রশ্নঃ - প্রাতিপাদিক কাকে বলে

উত্তরঃ - বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে।

প্রশ্নঃ - প্রকৃতি কি

উত্তরঃ - শব্দ ও ধাতুকে প্রকৃতি।

ব্যাখ্যাঃ - কোন মৌলিক শব্দের যে অংশকে আর কোনভাবেই বিভক্ত বা বিশ্লেষণ করা যায় না তাকে প্রকৃতি বলে। অর্থাৎ যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাই প্রকৃতি। ক্রিয়াপদের মূল অংশকে ও প্রকৃতি বলা হয়। অতএব বলা যায় যে ক্রিয়া বা শব্দের মূলই প্রকৃতি।

প্রশ্নঃ - ধাতু কাকে বলে

উত্তরঃ - ক্রিয়ার মূলকে বা মূল অংশকে বলা হয় ধাতু

প্রশ্নঃ - হেক্সাডেসিমাল নম্বর গঠনের সংমিশ্রণ হলো

উত্তরঃ - অক্ষর ও ডেসিমাল ডিজিট

প্রশ্নঃ - শূন্য সংখ্যার আদি ধারণা কাদের

উত্তরঃ - ভারতীয়

ব্যাখ্যাঃ - ভারতবর্ষে সর্বপ্রথম শূন্যকে একটি চিহ্ন প্রদান করে হিসাব পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা হয়।

প্রশ্নঃ - সংখ্যা পদ্ধতির বেজ(base of number system)

উত্তরঃ - প্রত্যেক পজিশনাল সংখ্যা পদ্ধতি একটি নির্দিষ্ট সংখ্যক অংক বা সংখ্যা থাকে যা সংখ্যা পদ্ধতির ভিত্তি নামে পরিচিত।

ব্যাখ্যাঃ - অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হলো এই পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের বা অংক সমূহ মোট সংখ্যা। যেমন বাইনারি সংখ্যা ০ ও ১ এ দুটি অংকের সমন্বয়ে গঠিত। তাই বাইনারি সংখ্যার বেজ ২। সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তির উপর নির্ভর করে পজিশনাল সংখ্যা পদ্ধতি বিভিন্ন ধরনের হতে পারে।

প্রশ্নঃ - ATM

উত্তরঃ - Automated teller machine

প্রশ্নঃ - ট্রানজিস্টর উদ্ভাবিত হয়

উত্তরঃ - ১৯৪৮ সালে

প্রশ্নঃ - LSI

উত্তরঃ - Large scale integration

প্রশ্নঃ - VLSI

উত্তরঃ - Very large scale integration

প্রশ্নঃ - IC

উত্তরঃ - Integrated circuit

প্রশ্নঃ - MSI

উত্তরঃ - Medium scale integration

প্রশ্নঃ - SSI

উত্তরঃ - Small scale integration

প্রশ্নঃ - অ্যাপেল প্রতিষ্ঠিত হয় কত সালে

উত্তরঃ - ১৯৭৬ সালের ১ এপ্রিল অ্যাপেল প্রতিষ্ঠিত হয়

প্রশ্নঃ - গুগল এর প্রধান কার্যালয় কোথায়

উত্তরঃ - গুগোল এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ তে অবস্থিত

প্রশ্নঃ - বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপিত হয় কত সালে

উত্তরঃ - ১৯৬৪ সালে

ব্যাখ্যাঃ - বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপিত হয় ১৯৬৪ সালে পাকিস্তান পরমাণু গবেষণা কেন্দ্র, ঢাকায়। এটি ছিল IBM কোম্পানির ১৬২০ সিরিজের দ্বিতীয় প্রজন্মের একটি মেইনফ্রেম কম্পিউটার।

প্রশ্নঃ - রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি

উত্তরঃ - হ্যানসন রোবটিক্স

প্রশ্নঃ - রোবট সোফিয়া কবে বাংলাদেশে সফরে আসে

উত্তরঃ - ২০১৭ সালের ৫ ডিসেম্বর

প্রশ্নঃ - রোবট সোফিয়া কত সালে সৌদি আরবের নাগরিকত্ব লাভ করে

উত্তরঃ - ২০১৭ সালের অক্টোবর মাসে

প্রশ্নঃ - রোবটের হাত পা অথবা বিশেষভাবে তৈরি কোন অঙ্গপ্রতঙ্গের নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটর এর সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা কে কি বলে

উত্তরঃ - অ্যাকচুয়েটর

প্রশ্নঃ - বাংলা ব্যঞ্জনবর্ণের ফলা কয়টি

উত্তরঃ - ৬ টি

প্রশ্নঃ - ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে

উত্তরঃ - ভাষাকে বর্ণনা করে

প্রশ্নঃ - ভাষার মৌলিক অংশ কয়টি

উত্তরঃ - ৪টি

প্রশ্নঃ - ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন

উত্তরঃ - ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়

প্রশ্নঃ - পাণিনি কে ছিলেন

উত্তরঃ - বৈয়াকরণিক

ব্যাখ্যাঃ - পাণিনি ছিলেন মূলত একজন বৈয়াকরণিক। তাকে উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ বলা হয়। সংস্কৃত ভাষায় রচিত তার বিখ্যাত গ্রন্থের নাম অষ্টাধ্যায়ী।

প্রশ্নঃ - ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়

উত্তরঃ - বর্ণ

ব্যাখ্যাঃ - বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক অর্থাৎ ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। একটি ধ্বনিতে একটি প্রতীক বা বর্ণ থাকে। ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট। এখানে ইট হচ্ছে বর্ণ।

প্রশ্নঃ - ভাষার মূল উপাদান কি

উত্তরঃ - ধ্বনি

ব্যাখ্যাঃ - ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। মানুষের বাকপ্রতঙ্গ অর্থাৎ কন্ঠনালী, মুখবিবর, জিহ্বা, আল জিহ্বা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলা হয়। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা ৪১ টি।