বাংলাদেশের জনসংখ্যা ও আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি


1. 'ওয়াঙ্গালা উৎসব' উদযাপন করে -
  1.   চাকমারা
  2.   মণিপুরিরা
  3.   গারোরা
  4.   রাখাইনরা
2. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক -
  1.   খাগড়াছড়ি জেলায়
  2.   রাঙ্গামাটি জেলায়
  3.   সিলেট জেলায়
  4.   বান্দরবান জেলায়
3. কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
  1.   খাসিয়া
  2.   গারো
  3.   কোনটি নয়
  4.   সাঁওতাল
4. বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কি নামে পরিচিত?
  1.   বাঙ্গালী
  2.   বঙ্গবাসী
  3.   বাঙ্গাল
  4.   বাংলাদেশী
5. গারো' আদিবাসীরা মূলত কোন অঞ্চলে বসবাস করে?
  1.   ময়মনসিংহ
  2.   চট্টগ্রাম
  3.   সিলেট
  4.   রাজশাহী
6. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় -
  1.   ১৯৭৪ সালে
  2.   ১৯৭৩ সালে
  3.   ১৯৭৯ সালে
  4.   ১৯৭২ সালে
7. যে জেলায় হাজংদের বসবাস নেই -
  1.   সিলেট
  2.   শেরপুর
  3.   ময়মনসিংহ
  4.   নেত্রকোনা
8. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী ও পুরুষের অনুপাত -
  1.   ১০০ : ১০০.৩
  2.   ১০০ : ১০০
  3.   ১০০ : ১০০.৬
  4.   ১০০.৩ : ১০০
9. মানুষের মৌলিক অধিকার কয়টি?
  1.   ৫টি
  2.   ২টি
  3.   ৩টি
  4.   ৪টি
10. বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের নিজস্ব বর্ণমালা ও ভাষা নেই?
  1.   রাখাইন
  2.   মণিপুরী
  3.   সাঁওতাল
  4.   চাকমা
11. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?
  1.   রাখাইন
  2.   পাঙন
  3.   মারমা
  4.   খিয়াং
12. বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম -
  1.   মাওরি
  2.   সাঁওতাল
  3.   গারো
  4.   মুরং
13. পঞ্চম আদমশুমারির চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
  1.   ১৪,৯৭,৭২,৩৬৪ জন
  2.   ১৬,০১,০২,১০০ জন
  3.   ১৫,৯০,১২,৩৬৪ জন
  4.   ১৫,৪০,৩৬,১০০ জন
14. বাংলাদেশের বৃহত্তম নৃ-গোষ্ঠী কোনটি?
  1.   সাঁওতাল
  2.   চাকমা
  3.   রাখাইন
  4.   মারমা
15. মণিপুরি নৃগোষ্ঠীর বসবাস বাংলাদেশের কোন অঞ্চলে?
  1.   সিলেট
  2.   রংপুর
  3.   ময়মনসিংহ
  4.   পটুয়াখালী
Share With: