মডেল টেস্ট-৩


প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis-2023

Model Test- 3 (উত্তরপত্র)


১. The path - paved, so we were able to walk to through the path. 

a. was 

b. had been

c. has been

d. being 


২. The examination - before I reached the hall.

a. has started 

b. did start

c. had started 

d. had been started 


৩. I - here since 1980.

a. live 

b. am living 

c. have been living 

d. lived 


৪. He had been at the orphanage - he was four.

a. only 

b. since 

c. due to 

d. during


৫. Smartness - active and energetic.

a. means to being 

b. means being

c. mean to be 

d. meaning to be 


৬. He gave up - football when he got married.

a. of playing 

b. to play 

c. playing 

d. play 


৭. Since 1995, Fatema - in Dhaka.

a. live

b. lived 

c. has lived 

d. is living


৮. The university requires that all the students - this course.

a. took 

b. take 

c. have to take 

d. should take


৯. He - abroad for ten years before he settled down in Bangladesh. 

a. has worked 

b. had worked 

c. worked 

d. would work 


১০. I - him only one letter up to just now.

a. sent 

b. have sent 

c. shall send 

d. had sent


১১. Choose the correct sentence? 

a. Do he have a house?

b. Does he have a house?

c. Does he has a house? 

d. Do he has a house?


১২. Which of the following sentences is not correct? 

a. What did he went?

b. What does he want?

c. What are they doing?

d. What do they do?


১৩. I would like to - this place. 

a. leave 

b. leaving 

c. left 

d. had left 


১৪. Some days - since my father died. 

a. are passed 

b. passed 

c. have passed 

d. had passed 


১৫. he ran fast lest he - miss the train. 

a. can 

b. should 

c. could 

d. has 


১৬. He intends to - in the country for two months.

a. live

b. stay

c. stop 

d. halt 


 ১৭. The students did not stop - in the classroom.

 a. to talk

 b. talking

 c. talked 

 d. to talked

 

১৮. Hardly had the train stopped - 

a. before we got down 

b. as we got down 

c. than we got down 

d. when we got down 


১৯. My uncle arrived while I - the dinner.

a. would cook

b. had cooked

c. cook

d. for cooking 


২০. I am looking forward - you.

a. to seeing 

b. seeing 

c. to see

d. to have seen 


1.c 2.d 3.d 4.b 5.c 6.c 7.d 8.c 9.b 10.b 11.b 12.a 13.a 14.c 15.b 16.b 17.b 18.d 19.d 20.a


২১. একটি মহল্লার জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৫৫%। ঐ মহল্লার পুরুষের সংখ্যা ১১০০ হলে ঐ মহল্লার মোট জনসংখ্যা কত?

ক. ২১০০ জন 

খ. ২৩০০ জন 

গ. ২০০৫ জন 

ঘ. ২০০০ জন 


২২. বর্তমানে ৬ কেজি চালের দাম আগের পাঁচ কেজি চালের দামের সমান হলে, চালের দাম শতকরা কত কমেছে?

ক. ২০% 

খ. ২৫% 

গ. ১৬.৬৬% 

ঘ. ১৮% 


২৩. ১২.৫০ টাকার একটি জিনিস দোকানদার আপনাকে ১০ টাকায় বিক্রি করলে, আপনাকে শতকরা কতভাগ রেয়াত দেয়া হলো?

ক. ২% 

খ. ২.৫% 

গ. ২০% 

ঘ. ২৫% 


২৪. একটি চালের গুদামে ৪০০ কেজি চাল মজুদ আছে। মালিক ২০ টাকা ধরে ৮০% চাল বিক্রয় করেন। তার মোট বিক্রয়মূল্য কত টাকা?

ক. ৫৪০০ 

খ. ৬৪০০

গ. ৩০০০ 

ঘ. ৩৩০০ 


২৫. যদি রিক্সাভাড়া ৬০% বৃদ্ধি পায় তবে রিক্সায় যাতায়াত শতকরা কত ভাগ কমলে ব্যয় বৃদ্ধি পাবেনা?

ক. ৩৭.৫%

খ. ৪০% 

গ. ৬০% 

ঘ. ৬০.৫ 


২৬. কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। কিন্তু ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাশ করে থাকে তাহলে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

ক. ৫০০ 

খ. ৫৬০ 

গ. ৬০০

ঘ. ৪০০ 


২৭. ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?

ক. ৪০% 

খ. ২৫% 

গ. ৮০% 

ঘ. ৭৫% 


২৮. কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে?

ক. ৩৫

খ. ৪৮ 

গ. ৬০ 

ঘ. ৬৫ 


২৯. কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গনিত এবং ৭০% বাংলায় পাশ করে। উভয় বিষয় পাশ করলো ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো?

ক. ১৫

খ. ১২

গ. ১০ 

ঘ. ৯ 


৩০. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?

ক. ২৫% 

খ. ২৮% 

গ. ৩০% 

ঘ. ৩২% 


৩১. ৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাস করলে শতকরা কতজন পাস করলো?

ক. ৭০% 

খ. ৬০% 

গ. ৫০%

ঘ. ২০% 


৩২. শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা?

ক. ০.১৪ 

খ. ০.১

গ. ০.১৫

ঘ. ০.১৩ 


৩৩. কোন আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদ কত? 

ক. ৭%  

খ. ৬% 

গ. ৪% 

ঘ. ৫% 


৩৪. বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরের সুদ-আসলে ৪৭৬ টাকা হবে?

ক. ৪% 

খ. ৪.৫% 

গ. ৫% 

ঘ. ৬%


৩৫. বার্ষিক শতকরা কত হার সুদে ২০০০ টাকা ৩ বছরের সুদ-আসলে ২৩০০ টাকা হয়?

ক. ১৫% 

খ. ১০% 

গ. ৭.৫% 

ঘ. ৫% 


৩৬. ২% হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৩% সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে?

ক. ১ টাকা 

খ. ২ টাকা 

গ. ৩ টাকা 

ঘ. ৪ টাকা 


৩৭. কোন পরীক্ষায় ২০০ জনের মধ্যে ৭০% বাংলায়, ৬০% ইংরেজিতে এবং ৪০% উভয় বিষয়ে পাস করে। উভয় বিষয়ে ফেল করে কত জন?

ক. ১০ জন 

খ. ১৫ জন 

গ. ২৫ জন 

ঘ. ২০ জন 


৩৮. কোন শ্রেনীতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৮০ জন গণিতে পাস করেছে। ৭৫ জন উভয় বিষয়ে পাস করলে কত জন উভয় বিষয়ে ফেল করেছে?

ক. ৫ 

খ. ৩ 

গ. ২ 

ঘ. ১ 


৩৯. স্কুলের কোন ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৮ জন গান পছন্দ করে, ১৬ জন কবিতা পছন্দ করে এবং ৭ জন দুটিই পছন্দ করে। কত জন কোনটিউ পছন্দ করে না? 

ক. ৫ জন 

খ. ৭ জন 

গ. ৮ জন

ঘ. ১০ জন 


৪০. কোন পরীক্ষায় ২০% শিক্ষার্থী ইংরেজিতে, ১৮% শিক্ষার্থী গণিতে এবং ১১% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

ক. ৭০ জন 

খ. ৭৩ জন 

গ. ৭৫ জন 

ঘ. ৭৬ জন 


২১.ঘ ২২.গ ২৩.গ ২৪.খ ২৫.ক ২৬.ক ২৭.ঘ ২৮.ক ২৯.ক ৩০.গ ৩১.খ ৩২.ক ৩৩.ঘ ৩৪.ক ৩৫.ঘ ৩৬.গ ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.ক ৪০.খ 


৪১. 'প্রাংশু' শব্দের অর্থ কি?

ক. প্রাচীর 

খ. পূর্বকালের 

গ. ধীর্ঘকায়

ঘ. পূর্বদিক


৪২. 'জঙ্গম' এর শব্দার্থ কোনটি?

ক. গতিশীল 

খ. প্রচন্ড যুদ্ধ 

গ. প্রগতিশীল 

ঘ. সম্মিলন 


৪৩. 'কিরণ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

ক. রবি 

খ. রশ্নি 

গ. প্রভা 

ঘ. কর 


৪৪. 'বামেতর' শব্দটির অর্থ - 

ক. বামচোখ 

খ. ইতর 

গ. বামদিক 

ঘ. ডান 


৪৫. 'মরুৎ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. পানি 

খ. বাতাস 

গ. মাটি 

ঘ. মরুদ্যান 


৪৬. 'নিকুঞ্জ' শব্দের সঠিক অর্থ কি?

ক. খেলার মাঠ 

খ. পাখির বাসা 

গ. খড়ের ঘর 

ঘ. বাগান 


৪৭. 'কেশ' শব্দের অর্থ নয় কোনটি? 

ক. কুন্তল 

খ. ললাক 

গ. অলক 

ঘ. চুল 


৪৮. কোনটি চাঁদের সমার্থক শব্দ নয়?

ক. রজনীকান্ত 

খ. ইন্দু 

গ. শীতকর 

ঘ. সবিতা 


৪৯. কোনটি ভিন্নার্থক? 

ক. নৃপতি 

খ. ভূপতি 

গ. নরেন্দ্র 

ঘ. নগেন্দ্র 


৫০. 'অশ্রু' শব্দের প্রতিশব্দ কোনটি?

ক. নীর 

খ. সরিৎ

গ. লোর 

ঘ. বিধু 


৫১. শুদ্ধ বানান কোনটি?

ক. মূমুর্ষ 

খ. মুমূর্ষ 

গ. মূমুর্ষ 

ঘ. মুমুর্ষ 


৫২. শুদ্ধ বানানোর শব্দগুচ্ছ সনাক্ত করুন?

ক. ভবিষ্যত, ভৌগোলিক, যক্ষ্মা 

খ. স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক

গ. যশলাভ, সদ্যজাত, সম্বর্ধনা 

ঘ. ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত 


৫৩. কোন বানানটি শুদ্ধ?

ক. সংসপ্তক 

খ. সংশপ্তক 

গ. শংসপ্তক 

ঘ. শংশপ্তক 


৫৪. কোন বানানটি শুদ্ধ তা নির্দেশ করুন- 

ক. শুশ্রষা 

খ. শুশ্রুষা

গ. শুশ্রসা 

ঘ. শুশ্রুসা 


৫৫. বিশুদ্ধ বানান কোনটি?

ক. আয়ত্ত 

খ. আয়ত্ত্ব 

গ. আয়ত্ব 

ঘ. আয়ত্ত্বাধীন 


৫৬. 'আভরণ' শব্দের অর্থ কি?

ক. অলংকার 

খ. আচ্ছাদন 

গ. রমনীয় 

ঘ. অনবরত 


৫৭. 'উপরোধ" শব্দের অর্থ কি?

ক. প্রতিরোধ 

খ. উপস্থাপন 

গ. অনুরোধ 

ঘ. উপযোগী 


৫৮. 'প্রথিত' শব্দের অর্থ কি?

ক. প্রথা অনুসারে 

খ. বিখ্যাত 

গ. যা পুতে রাখা হয়েছে 

ঘ. যা প্রার্থনা 


৫৯. 'পঞ্চম স্বর' এর অর্থ কি?

ক. পল্লব 

খ. পয়ের পাতা 

গ. দেবতার আরাধনা

ঘ. কোকিলের সরলহরী 


৬০. 'স্বাক্ষর' শব্দের অর্থ কি?

ক. দস্তখত 

খ. অক্ষরজ্ঞান সম্পন্ন 

গ. নিরক্ষর 

ঘ. উচ্চশিক্ষিত 


৪১.গ ৪২.ক ৪৩.ক ৪৪.ঘ ৪৫.খ ৪৬.ঘ ৪৭.খ ৪৮.ঘ ৪৯.গ ৫০.গ ৫১.খ ৫২.খ ৫৩.খ ৫৪.ক ৫৫.ক ৫৬.ক ৫৭.গ ৫৮.খ ৫৯.ঘ ৬০.ক 


৬১. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? 

ক. ইয়াংসিকিয়াং 

খ. ইউফ্রেটিস 

গ. ব্রহ্মপুত্র 

ঘ. হোয়াংহো 


৬২. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে?

ক. তামা 

খ. দস্তা 

গ. অ্যালুমিনিয়াম 

ঘ. পারদ 


৬৩. কার পৃষ্ঠপোষকতায় 'নালন্দা বিশ্ববিদ্যালয়' প্রানকেন্দ্র হয়ে উঠে?

ক. দেবপাল

খ. ধর্মপাল 

গ. বিগ্রহ পাল

ঘ. নারায়ণ পাল


৬৪. কোন মুসলিম শাসন কালকে 'স্বর্নযুগ' বলা হয়?

ক. বখতিয়ার খিলজি 

খ. সম্রাট শাহজাহান 

গ. হুসেন শাহ 

ঘ. সম্রাট বাবর 


৬৫. বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়?

ক. ৮ জুন 

খ. ২০ জুন 

গ. ৫ জুন

ঘ. ১৯ জুন 


৬৬. নিচের কোনটি অন্য তিনটির থেকে আলাদা ওয়েভসাইট?

ক. ফেসবুক 

খ. ইউটিউব 

গ. টুইটার 

ঘ. ইন্সটাগ্রাম 


৬৭. কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়?

ক. ১৫২৭ 

খ. ১৫২৩ 

গ. ১৫২৬ 

ঘ. ১৫২৪ 


৬৮. কে 'অপারেশন সার্চলাইট' এর নীলনকশা তৈরী করেন?

ক. ভুট্টো 

খ. টিক্কা খান

গ. মো. আলী জিন্নাহ 

ঘ. ইয়াহিয়া 


৬৯. নিচের কোনটি প্রবাল দীপ?

ক. কুতুবদিয়া 

খ. মহেশখালী 

গ. মনপুরা 

ঘ. সেন্ট মার্টিন 


৭০. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কতটি আসন পায়?

ক. ১৬৭ 

খ. ১৬২ 

গ. ২৯৮

ঘ. ৩০০ 


৭১. ঢাকার 'ধোলাইখাল' কে খনন করেন?

ক. ঈসা খান 

খ. শায়েস্তা খান

গ. পরিবিবি

ঘ. ইসলাম খান 


৭২. কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? 

ক. শ্রীলংকা 

খ. ভারত 

গ. যুক্তরাজ্য 

ঘ. ইসরাইল 


৭৩. সাপের বিষে কি থাকে?

ক. লেড মনোক্সাইড

খ. ফ্লোরিক এসিড 

গ. ডিল্ক সালফাইড 

ঘ. কপার সালফাইড 


৭৪. সৌরজগতের গ্রহের সংখ্যা কতটি?

ক. ৮ 

খ. ৭ 

গ. ৬ 

ঘ. ১০ 


৭৫. তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

ক. দিনাজপুর 

খ. নীলফামারী 

গ. লালমনিরহাট 

ঘ. কুড়িগ্রাম 


৭৬. স্যাটেলাইট প্রেরনকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?

ক. ৫০ তম 

খ. ৫৭ তম

গ. ৬৫ তম 

ঘ. ১২৯ তম 


৭৭. কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়? 

ক. ডেনমার্ক 

খ. নরওয়ে 

গ. সুইডেন

ঘ. ইতালি 


৭৮. কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়?

ক. ফিনল্যান্ড 

খ. জার্মানি 

গ. লুক্সেমবার্গ 

ঘ. নরওয়ে 


৭৯. ইনসুলিন কি?

ক. এক ধরনের এনজাইম 

খ. এক ধরনের কৃত্রিম অঙ্গ 

গ. এক ধরনের হরমোন 

ঘ. এক ধরনের অস্ত্র 


৮০. পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি?

ক. রয়টার্স 

খ. বিবিসি 

গ. সানা 

ঘ. তাস 


৬১.ক ৬২.ঘ ৬৩.খ ৬৪.গ ৬৫.গ ৬৬.খ ৬৭.গ ৬৮.খ ৬৯.ঘ ৭০.ক ৭১.ঘ ৭২.ক ৭৩.গ ৭৪.ক ৭৫.গ ৭৬.খ ৭৭.ঘ ৭৮.খ ৭৯.গ ৮০.ক